দেবরীনা মণ্ডল সাহা :- বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন না, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তা জানিয়েছেন বর্ধমান দক্ষিণের দু’বারের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় | অবশ্য এই চিঠি তিনি লিখেছিলেন গত ৩০ জানুয়ারি | বুধবার টুইটারের মাধ্যমে তা প্রকাশ্যে এল | টুইটে রবিরঞ্জনবাবু লেখেন, “আগামী বিধানসভা নির্বাচনে আমার বয়স ও শারীরিক কারণে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি |” মমতাকে লেখা চিঠি পোস্ট করে তিনি লেখেন, “দলনেত্রীকেও এই বার্তা পাঠিয়ে দিয়েছি | আমার প্রিয় বর্ধমানবাসীদের ধন্যবাদ জানাই ও তাঁদের কল্যাণ কামনা করি|”
প্রসঙ্গত,মুখ্যমন্ত্রীর সঙ্গে মাটি উৎসবে তৃণমূলের প্রবীণ বিধায়ককে দেখা যায়নি | তখনই জল্পনা তৈরি হয় | অবশেষে বুধবার সকালে জানা গেল দলনেত্রীকে চিঠি লিখে রবিবাবু জানিয়েছেন বয়স জনিত অসুস্থতার কারণে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে চান না তিনি | যদিও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্তে জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও একটি কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল | অনেকেই মনে করছেন এবার হয়ত টিকিটও পেতেন না তিনি | তাই আগেভাগে নিজেই ভোটে না লড়ার কথা জানালেন প্রাক্তন মন্ত্রী | প্রসঙ্গত, ২০১১ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক রবিরঞ্জন চট্টোপাধ্যায়কে প্রার্থী করেন মমতা | সিপিএমের নিরুপম সেনকে ৩০ হাজারের বেশি ভোটে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় জায়গা করে নেন তিনি | ২০১৬ সালে ওই কেন্দ্র থেকে তিনি ফের জেতেন | রাজ্যের কারিগরী শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বায়ো টেকনোলজি দফতরেরও মন্ত্রিত্ব সামলান |