দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোটে কারচুপির অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবিতে দায়ের প্রথম মামলাটিই খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শনিবার মামলাটির বিশেষ শুনানিতে ওই দিন গণনাকেন্দ্রের ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেন তিনি। বিচারপতি বলেন, ভিডিয়ো ফুটেজ দেখে এমন কিছু বোঝা যাচ্ছে না যাতে পুনর্নির্বাচন করাতে হবে।পঞ্চায়েত ভোটের গণনার দিন বালির জগাছার ওই গণনাকেন্দ্রের বাইরে প্রচুর ব্যালট উদ্ধার হয়। এর পর গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিএম। এর পর একই দাবিতে আদালতে মামলার পাহাড় জমা হয়। তবে আদালতে দায়ের হওয়া প্রথম মামলাটির এই পরিণতি হওয়ায় বাকিগুলির ভবিষ্যৎ নিয়েও সন্দিহান বিরোধীরা। তবে গণনাকেন্দ্র থেকে ব্যালট কী করে বাইরে এল তা এখনও স্পষ্ট নয়। বালির জগাছায় গণনাকেন্দ্র থেকে ব্যালট চুরির মামলায় ভিডিয়ো ফুটেজ দেখতে চেয়েছিলেন বিচারপতি সিনহা। ফুটেজ দেখার জন্য শনিবার মামলার বিশেষ শুনানি হয়। যে সময় ব্যালট চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে সেই বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখেন বিচারপতি। এর পর তিনি বলেন, ফুটেজ দেখে বেঝা যাচ্ছে যে লুকিয়ে কিছু একটা হচ্ছে। তবে তার থেকে বেশি কিছু বোঝা যাচ্ছে না। বেলা ১১টা ২০ মিনিট নাগাদ সেখানে কিছু লোকজন ঘোরাঘুরি করছে। কিন্তু এর ভিত্তিতে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া যায় না। একথা জানিয়ে সিপিএম প্রার্থী দেবপ্রসাদ ভৌমিকের দায়ের করা মামলা খারিজ করে দেন তিনি।