Breaking News

যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ইউজিসির টিম! সব পক্ষের সঙ্গে আলাদা করে কথা বলার সম্ভাবনা সদস্যদের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে এল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদল। প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উঠেছে। ওই ছাত্রের মৃত্যুতে তদন্ত যত এগিয়েছে ব়্যাগিংয়ের তত্ত্ব জোরালো হয়েছে। সোমবার ইউজিসি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খতিয়ে দেখবে। প্রতিনিধিরা যেতে পারেন হস্টেলেও। আবাসিকদের সঙ্গেও আলাদা করে কথা বলার সম্ভাবনা রয়েছে ইউজিসি-র প্রতিনিধিদের।সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় ইউজিসি-র চার সদস্যের প্রতিনিধি দল। সোমবারেই তাঁরা ফিরে যাবেন, না কি কলকাতায় থেকে যাবেন, তা স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করতে পারে ইউজিসি। খতিয়ে দেখা হবে র‌্যাগিং সংক্রান্ত নিয়মকানুনও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কয়েকটি রিপোর্টও চাইতে পারেন ইউজিসির প্রতিনিধিরা।এ বিষয়ে সোমবার সকালেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুরের অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, ‘‘ইউজিসি আজ (সোমবার) আসবে বলে জানিয়েছে। সকালেই চলে আসার কথা। সম্ভবত আজই ওরা ফিরে যেতে পারবে না। থাকতে হবে। তবে এখানে এসে কী করবে, তা আমাকে জানানো হয়নি। ইউজিসির প্রতিনিধিরা প্রথমে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। তার পর কোথায় যাবেন, কী করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’’প্রসঙ্গত, যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ১৩ জন। যার মধ্যে একজন জামিনে মুক্তি পেয়েছে। উল্লেখ্য, সিসিটিভি লাগানো থেকে নিরাপত্তা ব্যবস্থা, বহু ক্ষেত্রেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট এমনকী ইউজিসির গাইড লাইনও নাকি মানছিল না যাদবপুর। সেই প্রশ্ন তুলেই একাধিকবার যাদবপুরে চিঠি দেয় ইউজিসি। তার পরেই যাদবপুরে দফায় দফায় চিঠি দিয়েছে ইউজিসি। কিন্তু সেই চিঠির উত্তরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষে যে পাল্টা চিঠি দেয় তাতে সন্তুষ্ট নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন। তাই এবার যাদবপুরের সরজমিন খতিয়ে দেখতে এল ইউজিসির প্রতিনিধিদল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *