দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণার মামলায় অভিনেত্রী নুসরত জাহানকে ১২ সেপ্টেম্বর তলব করল ইডি। আগামী মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। আজই নুসরত নোটিশ পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। ফ্ল্যাট বিক্রিতে সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচারের বিরুদ্ধে ২০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ইডি সূত্রে জানা গিয়েছে, সংস্থার বিরুদ্ধে যখন প্রতারণার অভিযোগ ওঠে, তখন অন্যতম ডিরেক্টর পদে ছিলেন তৃণমূলের তারকা সাংসদ।
জানা গিয়েছে, নুসরতের পাশাপাশি সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচারের আরেক ডিরেক্টর রাকেশ সিংহকেও মঙ্গলবার তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।নুসরতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪-২০১৫ সালে ৪০০’র বেশি প্রবীণ নাগরিক একটি সংস্থায় টাকা জমা করেন। জানা গিয়েছে, প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। কিন্তু তাঁর বদলে সেই সকল প্রবীণ নাগরিকদের এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অভিযোগ, তাঁরা না পেয়েছেন কোনও ফ্ল্যাট। না ফেরত পেয়েছেন এক টাকাও। এদিকে নুসরত ওই সংস্থার অন্যতম ডিরেক্টর বলে দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।
মাসখানেক আগে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা কয়েকজনকে নিয়ে এক সন্ধেবেলা ইডি দপ্তরে পৌঁছে গিয়েছিলেন। অভিযোগ, তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচারের ডিরেক্টর পদে থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করেছেন। এখন সেই টাকা ফেরত চান তাঁরা। ইডি যেন বিষয়টির তদন্তে নামে।বসিরহাটের তৃণমূল সাংসদের নামে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ জমা পড়েছিল ইডি-র কাছে। একইসঙ্গে টাকা নিয়েও ফ্ল্যাট হস্তান্তর না করার অভিযোগ করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। এবার সেই কেসে নুসরত জাহানকে ডেকে পাঠাল ইডি।