Breaking News

‘অন্যের পয়সায় এক কাপ চা-ও খাইনি, তবু ইডি-সিবিআই পাঠাচ্ছে!’গোয়েন্দা এজেন্সির কার্যকলাপে ক্ষুব্ধ মমতা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে ‘রিয়েল এস্টেট কনভেনশন’-এ যোগ দিয়ে আবারও কেন্দ্রীয় এজেন্সসির বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী বললেন, কারুর থেকে পয়সা নিয়ে এক কাপ চা পর্যন্ত খাইনি অথচ আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে। সোমবার মমতা বলেন, ‘কখনও কখনও কিছু কিছু লোক আপনাদের উত্যক্ত করবে। এটা নতুন কিছু নয়। শুধু আপনাদের নয়, কিছু এজেন্সি দিয়ে বারবার সমস্ত ব্যবসায়ীদের হেনস্থা করা হচ্ছে। আমার পরিবারও এই হেনস্থার শিকার হচ্ছে। যদিও আমি সারা জীবনে কখনও এক পয়সা, এক কাপ চা কারও কাছ থেকে নিইনি। এটা এক রকম রাজনৈতিক প্রতিহিংসা। একে বেশি গুরুত্ব দেবেন না। আমি বুঝতে পারি না, আপনি যদি কিছু কেনেন, ধরুন সেটা কাপ আর প্লেট, ইডি কি তার তদন্ত করতে পারে’?মমতার মন্তব্যকে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কালীঘাটে ৩৬টা সম্পত্তি হল কী করে? তাদের পরিবারের আয়ের উৎস কী? মুখ্যমন্ত্রী তো আগে ৫ লক্ষ টাকায় একটা ছবি বিক্রি করতেন। এখন আর তাঁর ছবি বিক্রি হয় না কেন? উনি নিজে জানেন যে উনি কী ভাবে তোলাবাজি করেছেন। অন্যকে ছুঁয়ে দিয়ে নিজের কৃতকর্মের দায় তাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *