Breaking News

রথবাবুরা কৃষ্ণ নাকি জগন্নাথদেব? ওটা তো ফাইভস্টার হোটেল, রায়গঞ্জের সভা থেকে বিজেপিকে কটাক্ষ মমতার

দেবরীনা মণ্ডল সাহা :- বিজেপির পরিবর্তন রথযাত্রাকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় |এদিন রায়গঞ্জের সভা থেকে তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, “জনগণের টাকায় নেতারা ফূর্তি করছেন | জগন্নাথদেবের রথযাত্রাকে কালিমালিপ্ত করেছে | ধর্মের নামে অধর্ম করছে|” তিনি আরও বলেন,বিজেপি নেতারা কেন থাকবে রথে? ওদেরও কি এ বার আমাদের পুজো করতে হবে কৃষ্ণ ও জগন্নাথ ভেবে?

বিজেপির কেন্দ্রীয় নেতাদের ‘রথবাবু’ বলে কটাক্ষ করে মমতা বুধবার বলেন, ‘রথ বের করেছেন বাবুরা | রথ তো নয়, দশতলা সমান ফাইভস্টার হোটেল! বিজেপির রথের ভেতর বিরিয়ানি, মাংস পোলাও থেকে খানাপিনা-আয়েসের সমস্ত আয়োজন আছে’ বলে অভিযোগ মমতার | তাঁর আরও অভিযোগ, ‘জনগণের টাকায় ফূর্তি করেছেন নেতারা | ধর্মের নামে অধর্ম করছে। দেবতার রথ কখনও বিজেপির রথ হতে পারে না |’ বুধবার রায়গঞ্জের সভা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করে মমতা এ দিন বলেন, নেতা কেমন হওয়া উচিত? গান্ধীজি, নেতাজি, আম্বেদকরের মতো | নেতা আবার মিথ্যে কথা বলবে কেন? তিনি আরও বলেন, বিজেপি এত মিথ্যে কথা বলে যে বিশ্বাস করতে পারবেন না | ধর্মকে ভালবাসি বললেই হয় না, মানুষকে ভালবাসতে হয় | তাঁর কটাক্ষ, বিজেপি নেতারা নিজেরাই নিজেদের বলে দিচ্ছেন, “আমরা অর্জুন, কৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা | আমার জিজ্ঞাসা, সীতা হরণের রাবণের রথ কি আপনারা টানছেন?” সভার শেষদিকে মমতার আবেদন, ভোট ভাগাভাগিতে যাবেন না | কংগ্রেস, সিপিএমকে অনেক দিয়েছেন, আর দেবেন না | দুই দলের সঙ্গে বিজেপির বোঝাপড়া আছে বলে অভিযোগ করে নেত্রী বলেন, তৃণমূল মরে যাবে কিন্তু বিজেপির সঙ্গে কোনও বোঝাপড়ায় যাবে না |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *