Breaking News

ধূপগুড়ির জয়কে ‘বাংলার মাটি, বাংলার জলের জয়’ বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়!

নিজস্ব সংবাদদাতা :- ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের জয়কে ‘বাংলার মাটি, বাংলার জলের জয়’, বলে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়ের জন্য ধূপগুড়ির ভোটারদের ধন্যবাদও জানালেন তৃণমূলনেত্রী। তাঁর দাবি, এটা টিম ইন্ডিয়া, বিরোধী জোটের জয়। জি ২০ সম্মেলনের নৈশভোজে যোগ দিতে শুক্রবার দিল্লি গেলেন মমতা। এদিন বিমানবন্দরে উপনির্বাচনে জয় নিয়ে তিনি বলেন,ধূপগুড়ির নির্বাচন ঐতিহাসিক নির্বাচন ছিল। বিজেপিকে হারিয়ে ওই আসনে তৃণমূল জিতেছে। তবে তিনি ভিকট্রি সাইন দেখাননি। মমতা বলেন, তা আগামিদিনের জন্য তা তোলা থাক। জয়ের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লেখেন, এই জয় ঘৃণার বিরুদ্ধে উন্নয়নের জয়। মমতা বলেন, “ধূপগুড়িবাসীকে ধন্যবাদ। চাবাগান, রাজবংশী সকলকে ধন্যবাদ। ওদের নেতা-মন্ত্রীরা একমাস ধরে পড়েছিল। একটা হোটেলও ফাঁকা ছিল না। আমি মনে করি উত্তরবঙ্গে এটা বড় জয়। বাংলার জয়। গতকালই ‘বাংলা দিবস’ প্রস্তাব পাশ হয়েছে। বাংলার মাটি, বাংলার জলের জয়। এভাবেই আস্তে আস্তে মানুষ সিদ্ধান্ত নিক এটাই চাই। এটা ঐতিহাসিক নির্বাচন।” এরপর গন্তব্যে দিকে এগোচ্ছিলেন মমতা। সাংবাদিকরা তাঁকে ভিকট্রি সাইন দেখানোর অনুরোধ করেন। তাতে রাজি হননি মমতা। বলেন, “আগামীর জন্য তোলা থাক।”মমতা আরও বলেন, গত লোকসভা ভোটে ওই কেন্দ্রে বিজেপির লিড ছিল প্রায় ১৯ হাজার। ওদের মিনিস্টার, নেতারা এক মাস ধরে পড়েছিলেন ওখানে। হোটেল বুক করা ছিল। এমন কোনও জায়গা ছিল না যেখানে কেউ যেতে পারেন। চা বাগান থেকে রাজবংশী সম্প্রদায়, যেভাবে সকলে তৃণমূলকে সমর্থন করেছে, তার জন্য সবাইকে অভিনন্দন জানাই। আমি মনে করি এটা উত্তরবঙ্গে বড় জয়। সারা বাংলার জয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *