Breaking News

যাদবপুর কাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে চলা মামলায় যুক্ত পকসো ধারা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর কিনারায় আরও তৎপর প্রশাসন। এবার এই ঘটনার তদন্তে হোমিসাইড শাখা। গঠন করা হয়েছে স্পেশ্যাল ইনভেস্টিগেটিং টিম বা সিট। এছাড়া ধৃত ১৩ জনের বিরুদ্ধে পকসো আইনেও মামলা করা হয়েছে। তার ফলে স্বাভাবিকভাবেই আরও বিপাকে ধৃতরা। ঘটনার সময় জানা যায়নি আসল বয়স। যদিও তদন্ত এগোতেই জানা যায়, যাদবপুরের প্রথমবর্ষের ওই পড়ুয়ার বয়স ছিল ১৮ বছরের কম। নদিয়ায় ওই ছাত্রের বাড়ি গিয়ে সংবাদমাধ্যমের সামনে বয়সের বিষয়টি তুলে এনেছিল মহিলা কমিশন। পাশাপাশি শীঘ্রই যাতে এই কেসে ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয় সে বিষয়ে পুলিশকেও দেখতে বলা হয়েছিল। শেষ পর্যন্ত যাদবপুরকাণ্ডে ১২ জনের বিরুদ্ধে হওয়া মামলায় পকসো সেকশন যোগ করা হল। গত ৯ আগস্ট রাতে প্রাণ যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের। তদন্তে ক্রমশই খুলছে একের পর এক জট। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ব়্যাগিংয়েই মৃত্যু হয়েছে তার। নাবালক ছাত্রের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতেরা হল সৌরভ চৌধুরী, মনোতোষ ঘোষ, দীপশেখর দত্ত, নাসিম আখতার, সুমন নস্কর, অসিত সর্দার, সপ্তক কামিল্যা, সত্যব্রত রায়, মহম্মদ আসিফ আনসারি, অঙ্কন সরকার, মহম্মদ আরিফ ও হিমাংশু কর্মকার। পরে জয়দীপ ঘোষ নামে আরও এক প্রাক্তনীকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রকে। মনে করা হচ্ছে, হস্টেলে বিবস্ত্র করে ঘোরানো হয়েছিল তাকে। রাজ্য শিশু সুরক্ষা কমিশন এই পকসো আইনে মামলা রুজুর আরজি জানিয়েছিল। সেইমতো পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *