Breaking News

ভর সন্ধ্যেয় চলল গুলি, কুলটি থানার চিনাকুড়িতে গুলির আঘাতে আহত অটো চালক

সৌমিত্র গাঙ্গুলি,আসানসোল :- বুধবার ভর সন্ধ্যায় কুলটি থানার চিনাকুড়িতে চলল গুলি। ভর সন্ধ্যেয় গুলি চলায় আহত হয় ৪০ বছরের এক অটো চালক। আহত অটো চালক সুনীল কুমার গৌর তাকে আহত অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শী কৃষ্ণ নুনিয়া জানান চিনাকুড়ি ৩ নং এ তিনজন মিলে দাঁড়িয়ে থাকার সময় তিনজন যুবক এসে হঠাৎ তিন রাউন্ড গুলি চালায়।

আর ঠিক তখনই একটা গুলি তার গা ঘেঁসে সুনীলের পেটে লাগে এবং আরেকটা গুলি সুনীলের বাঁ হাতে লাগে। স্থানীয় সূত্রের খবর সুখেন্দু পাশওয়ান ও তার দুই সাথী ছিল মোটরবাইকে। পরে গুলি করে তারা পালিয়ে যায় বলে জানান কৃষ্ণ নুনিয়া। কিন্তু ঠিক কী কারণে এমনটা ঘটল তা এখনো জানা সম্ভব হয়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *