বাবলু প্রামানিক :- আসন্ন লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই ক্রমেই বাড়ছে নানা জল্পনা। কখনো বিজেপিকে নিশানা ছুড়ে কটাক্ষ করেছে তৃণমূল তো কখনো তৃণমূলকে নিশানা করছে বিজেপি। প্রতিদিনই দুই দলের কড়া মন্তব্যে ক্রমেই উত্তপ্ত হয়ে পড়ছে ভোট বাজার। তারমাঝেই এবার মালদহের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, “প্রার্থী কে হল দেখার দরকার নেই। এটা আমার ভোট।” এদিন তাঁর কথায় সাফ আভাস মিলেছে তিনি একাই একশো। যদিও আসন্ন নির্বাচন এগিয়ে আসতেই যেভাবে বাংলার শাসক দল ছন্নছাড়া হচ্ছিলো সেই দেখে অনেকক্ষেত্রেই মনে হচ্ছিল এই বছর হয়তো বাংলায় নিজের ক্ষমতায় ফিরবে না মমতা সরকার। তবে এর আগেও মমতার সাফ বক্তব্য ছিলো “২৯৪টি কেন্দ্রে আমিই প্রার্থী।” ২০১৬ সালে নারদায় যখন দলের নেতা-মন্ত্রীরা অভিযুক্ত তখন মমতা বলেছিলেন,”২৯৪টি কেন্দ্রে আমিই প্রার্থী।” আর সেই বিষয় যে হাতেনাতে ফলেছে তাঁর প্রমাণ বিগত ভোটের ফল।