Breaking News

মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেলেন কলকাতার ৫ যুবক!মৃত্যু এক পর্যটকের, নিখোঁজ আরও দুই

দেবরীনা মণ্ডল সাহা :-নিষেধাজ্ঞা অমান্য করে মত্ত অবস্থায় স্নান করতে নেমে মন্দারমণির সৈকতে তলিয়ে গেলেন কলকাতার ৫ যুবক। শুক্রবার দুপুরে এই ঘটনায় সৈকতনগরীতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করলেও ২ জন নিখোঁজ। উদ্ধার হওয়া ৩ জনের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।ওই পাঁচ পর্যটক কলকাতা থেকে মন্দারমণি ঘুরতে এসেছিলেন।সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকায় শুক্রবার সকাল থেকে প্রশাসনের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছিল। কিন্তু দুপুরের দিতে নজরদারি কমতেই ওই যুবকরা স্নান করতে সমুদ্রে নামেন বলে অভিযোগ। তাঁরা প্রত্যেকেই মদ্যপান করেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে তলিয়ে যান তাঁরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের মধ্যে তিন জনকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া তিন জনের মধ্যে ২ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অপর এক জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। মৃত যুবকের নাম নাভেদ আখতার (২৮)।জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা থেকে মন্দারমণিতে এসেছিলেন এই যুবকরা। শুক্রবার ঘটেছে বিপত্তি। হাসপাতালে চিকিৎসাধীন দুই যুবক হলেন সিদ্ধার্থ সাহা (২৪) এবং শেখ আব্দুস (২২)। নিখোঁজ দুই যুবক হলেন ওসামা আহেত (২৫) এবং আতিফ হায়দার (২৫)। এই যুবকদের সকলেরই বাড়ি কলকাতার ধর্মতলার তালতলা এলাকায়।এখনও নিখোঁজ দুজনের খোঁজে চলছে জোর তল্লাশি। ওই পাঁচ বন্ধু মদ্যপান করে সমুদ্রে নেমেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *