প্রসেনজিৎ ধর, কলকাতা :- ডেঙ্গি মোকাবিলায় উদাসীনতার অভিযোগ উঠেছে একাধিক পুরসভা ও পঞ্চায়েতের বিরুদ্ধে। এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু হল এক চিকিৎসকের। মাত্র ২৮ বছর বয়সে মৃত্যু হল কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসক দেবদ্যুতি চট্টোপাধ্যায়ের। শুক্রবার ভোরে শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর আগে দেহদানের শপথ করেছিলেন দেবদ্যুতি। সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে তাঁর দেহ চিকিৎসাবিজ্ঞেনের গবেষণায় দান করেছেন পরিবারের সদস্যরা।ডেঙ্গি আক্রান্ত এক তরুণ চিকিৎসকের মৃত্যু কলকাতায়। রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়ের শুক্রবার ভোরে মৃত্যু হয়েছে। শহরের এক বেসরকারি হাসপাতালে গত ছয় দিন ধরে ভর্তি ছিলেন তিনি। মাত্র ২৮ বছর বয়সি ওই চিকিৎসককে সিসিইউতে রেখে চিকিৎসা চলছিল। হাসপাতাল সূত্রে খবর, আরআইও’র ওই তরুণ চিকিৎসকের প্লেটলেট সাত হাজারে নেমে গিয়েছিল। আজ ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। জানা যাচ্ছে, গত বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। এরপর রক্ত পরীক্ষা করালে ডেঙ্গির সংক্রমণ ধরা পড়ে শরীরে। ডেঙ্গিতে আক্রান্ত চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কলকাতা মেডিক্যালের চিকিৎসকদের মধ্যে ডেঙ্গি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবদ্যুতিবাবুর কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। তার পর তাঁর ডায়াবেটিস ধরা পড়ে। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ১২ সেপ্টেম্বর ডেঙ্গি সনাক্ত হলে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। শুক্রবার ভোর ৪টে ৪০ মিনিট নাগাদ সেখানেই মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি সংক্রমণের কথা উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগেই মরণোত্তর দেহদানের শপথ করেছিলেন দেবদ্যুতিবাবু। তাঁর ইচ্ছেকে সম্মান দিয়ে শুক্রবার তাঁর দেহ দান করেছেন পরিবারের সদস্যরা।