Breaking News

কেন্দ্রের বঞ্চনা:দিল্লিতে বড় আন্দোলনের প্রস্তুতি শুরু, ৫০ লক্ষ চিঠি সংগ্রহ তৃণমূল কংগ্রেসের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বকেয়া প্রাপ্তির জন্য দিল্লির দরবারে বড়সড় কর্মসূচি। এক সপ্তাহ আগে থেকে তার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল । ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ লক্ষ চিঠি সংগ্রহের কাজ শুরু হল। চিঠির দাবি একটাই, ১০০ দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হোক। সেই চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে জমা দেওয়া হবে। মঙ্গলবার দলের তরফে X হ্যান্ডলে এ বিষয়ে জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।পশ্চিমবঙ্গের উন্নয়ন খাতের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। বাংলার টাকা আটকে রাখার প্রতিবাদে আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ জানাতে দিল্লি যাওয়ার আগে জেলায় জেলায় ভার্চুয়াল সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস। ‘দিল্লি চলো’র আগে দলের অন্দরে এই কর্মসূচি নিয়ে বার্তা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। চলতি মাসের ২৭ কিংবা ২৮ তারিখের মধ্যে যে কোনও একদিন ভার্চুয়ালি দলীয় নেতৃত্বের সঙ্গে মুখোমুখি হবেন তিনি। দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির ধরন এবং কার কী দায়িত্ব কীভাবে এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়িত করা হবে, শীর্ষ নেতৃত্বের কী পরিকল্পানা সবটাই এই বৈঠকের মাধ্যমে বুঝিয়ে দেবেন অভিষেক |১০০ দিনের টাকা আদায়ে কেন্দ্র বিরোধী বৃহত্তর আন্দোলনে আগামী সপ্তাহে দিল্লিতে তিনদিনের কর্মসূচিতে নামছে রাজ্যের শাসকদল। আগামী ১ অক্টোবর দলের সকলকে দিল্লিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফে। ২ তারিখ রাজঘাটে ধরনা। দুপুর ২ টো পর্যন্ত সেখানে তৃণমূলের অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যোগ দেবেন বলে খবর। ৩টের পর জমায়েত ও প্রতিবাদ। ৩ তারিখ যন্তরমন্তরে ধরনা অবস্থান রয়েছে তৃণমূলের। সেখান থেকে পদযাত্রা করে কৃষিভবন যাবেন নেতারা। হাতে ৫০ লক্ষ চিঠি। এই চিঠি সংগ্রহের কাজ শুরু হল। গ্রামবাংলার কৃষক, শ্রমিকরা ১০০ দিনের কাজের বকেয়া টাকা না পেয়ে চিঠি পাঠাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে। ৩ তারিখ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চান তৃণমূল প্রতিনিধিরা। অনুমতি না পেলে কৃষিভবনের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাবেন তাঁরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *