প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,সঙ্গে ছিলেন বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ শুভেন্দু সহ বিজেপির একাধিক বিধায়ক স্বাস্থ্যভবনে যান। ডেঙ্গি নিয়ে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু অভিযোগ, স্বাস্থ্যভবনের গেটে তাঁদের আটকে দেয় পুলিশ। প্রতিবাদ করলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে শুভেন্দুর বাকবিতণ্ডা শুরু হয়। যা নিয়ে স্বাস্থ্যভবনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলনেতার অভিযোগ, বিজেপিকে ভয় পেয়েই স্বাস্থ্যভবনে প্রবেশ থেকে আটকানো হয়েছে। প্রসঙ্গত, ডেঙ্গি রোধে সরকার ১৫ দফা নির্দেশিকা জারি করেছে। তবে বিরোধীদের অভিযোগ, ডেঙ্গি রোধে রাজ্য সরকার উদাসীন। আর তাই মঙ্গলবার স্বাস্থ্যভবনে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন শুভেন্দু সহ বিজেপির ২২ বিধায়ক। কিন্তু অভিযোগ, পুলিশ শুভেন্দুদের আটকে দেয়। পালটা উপস্থিত পুলিশ আধিকারিক জানান, আগাম অনুমতি নিয়ে না আসায় এখনই স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করতে দেওয়া সম্ভব নয়। একথা শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা।পুলিশকর্মীদের তিনি বলেন, ‘আমরা জনপ্রতিনিধি, আপনি একজন সরকারি চাকুরে। আপনার আমাদের বাধা দেওয়ার অধিকার নেই। মমতা এদের এখানে পাঠিয়েছে। ৩৬ শতাংশ ডিএ দেয় না। এদের চিনে রাখুন। ক্ষমতায় এলে এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।’এরপর ‘ডেঙ্গুর সরকার আর নেই দরকার’ বলে স্লোগান তোলেন শুভেন্দুবাবু। সাংবাদিকদের তিনি বলেন, ‘রাজ্যে ১০০ মানুষ ডেঙ্গিতে মারা গেছেন। ১০ লক্ষ মানুষ ডেঙ্গি আক্রান্ত। দমদম – যাদবপুরে ঘরে ঘরে ডেঙ্গি। এখন সরকার তেল ছড়াতে নেমেছে। এপ্রলি থেকে তেলটা ছড়ানোর দরকার ছিল। আমরা এই কথা জানাতে এখানে এসেছিলেন। ১ মিনিটের কাজ, আমাদের কাগজটা রিসিভ করে নিত। কিন্তু সরকার বিজেপি ও বিরোধীদের ভয় পেয়েছে। তাই বাধা দিচ্ছে।’