দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ফের খারিজ হল নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন। বুধবার তাঁর জামিনের আবেদন খারিজ করেন বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। ১১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন তিনি।এদিন আদালতে পার্থর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী। সওয়ালে তাঁরা বলেন, পার্থবাবুর গ্রেফতারির পর দেড় বছর কাটতে চলেছে। তাঁর কাছ থেকে নতুন করে আর কিছু জানার নেই তদন্তকারীদের। ছ মাস আগে পার্থর বিরুদ্ধে শেষ নথি আদালতে জমা দিয়েছে আদালত। তার পর থেকে কার্যত বিনা বিচারে জেলে বন্দি রয়েছেন তিনি। তাঁর বয়স হয়েছে। একাধিক উপসর্গ রয়েছে তাঁর। পালটা সিবিআইয়ের তরফে জানানো হয়, পার্থর বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর | দুপক্ষের সওয়াল শুনে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন ফের খারিজ করেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।সম্প্রতি গ্রুপ সি মামলায় সেই অনুমোদন দিয়েছে রাজভবন। তারপর আজ যখন গ্রুপ সি মামলা ওঠে আলিপুর আদালতে, তখন পার্থর আইনজীবী ফের চার্জশিটের সরকারি কপির জন্য আবেদন করেন। আর তাতেই বার বার একই আবেদন করার পার্থকে জরিমানা করল আদালত। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ১ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আলিপুরে বিশেষ সিবিআই আদালত।
এদিন পার্থ ছাড়াও কল্যাণময়, সুবীরেশসহ ১০ জনকে আদালতে পেশ করা হয়। প্রত্যেককে ১১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন তিনি। ২০২২ সালের ২২ জুলাই ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।