প্রসেনজিৎ ধর, কলকাতা :- ক্যামাক স্ট্রিট ধরে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল হল নির্বিঘ্নেই। আদালত অনুমতি দিয়েছিল মিছিল করার। সেই মিছিল যখন বুধবার দুপুরে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এলাকা পেরোল, তখন স্লোগানের স্বর চড়া থাকলেও তার বেশি কিছু হয়নি। ঘটনাচক্রে, মিছিলের একেবারে সামনে পাশাপাশি হাঁটলেন দুই মেরুর দুই রাজনীতিক— বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী ও কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তভ বাগচী। তবে কৌস্তভ ইদানীং কংগ্রেসের অন্দরে কোণঠাসা। শোনা যাচ্ছে, তিনি বিজেপিতে যোগ দিলেও দিতে পারেন। প্রসঙ্গত, আদালতে আইনি লড়াইয়ে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের হয়ে সওয়াল করেছিলেন কৌস্তভ। সেই সূত্রেই তাঁর এই মিছিলে যোগদান।নিয়োগের দাবিতে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল থেকে নবান্ন অভিযানের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার মিছিল চলাকালীন তিনি বলেন, চাকরির দাবিতে আন্দোলনরত সমস্ত সংগঠনকে নিয়ে ১ লক্ষ লোকের জমায়েত করতে হবে। এব্যাপারে আন্দোলনকারীদের প্রতি তাঁর পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।এদিন শুভেন্দুবাবু বলেন, মুখ্যমন্ত্রী একদিকে স্পেনে ছুটি কাটাচ্ছেন অন্যদিকে চাকরির দাবিতে অন্তত ১০টা সংগঠনের সদস্যরা চাকরির দাবিতে রোদ, বৃষ্টি, ডেঙ্গি মাথায় করে বসে আছেন। আমি তাদের বলব আপনারা একজোট হয়ে নবান্ন অভিযানের পরিকল্পনা করতে হবে। সেখানে ডিএ আন্দোলনকারীদেরও যোগদান করার আবেদন জানাব। ১ লক্ষ মানুষ নিয়ে নবান্ন থেকে হিসাব বুঝে আসতে হবে। দেখি ওদের কত পুলিশ, কত গুলি, কত কাঁদানে গ্যাস আছে। শুভেন্দুবাবু আরও বলেন, রাজ্যটাকে বাঁচাতে গেলে যারাই এই সরকারের বিরুদ্ধে লড়ছেন তাঁদের পথে নামতে হবে। আজকের মিছিল ভাইপোকে নিরাপত্তা দিতে ২০০০ পুলিশ আর ২০ জন আইপিএস মাঠে নামাতে হয়েছে। কলকাতা ওদের জমিদারি না কি যে কালীঘাটে মিটিং করতে দেবে না, হাজরায় মিটিং করতে দেবে না? ক্যামাক স্ট্রিটে হাঁটতে দেবে না? এই রাস্তা ওদের বাপ – ঠাকুরদা তৈরি করেছে? পুলিশকে বাদ দিলে এই সরকারের অস্তিত্ব শূন্য।
Hindustan TV Bangla Bengali News Portal