Breaking News

‘ইডির সমনে সাড়ায় না, আগে জানাননি কেন?’ প্রশ্ন করে মামলা বুধে করল বেঞ্চ!আগামিকাল এই মামলা শুনবে হাইকোর্ট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি হল না আজ। বুধবার এই মামলা শুনবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রথমার্ধেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার কাগজপত্র এখনও এসে পৌঁছয়নি। এদিকে সাড়ে ১২টায় মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। কাগজপত্র এসে না পৌঁছনোর কারণেই বুধবার মামলা শোনা হবে বলে জানায় আদালত। এদিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিচারপতির পর্যবেক্ষণ। বিচারপতি সৌমেন সেনের প্রশ্ন, কবে নোটিস পাঠিয়েছিল ইডি? এতগুলো দিন কেটে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হাজিরা দিতে পারবেন না, তা তিনি আগে জানালেন না কেন?পিছিয়ে গেল বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি। মঙ্গলবার সাড়ে ১২টার সময় এই মামলার শুনানি ছিল। সূত্রের খবর, ফাইলিং সেকশন থেকে সংশ্লিষ্ট মামলার কপি ডিভিশন বেঞ্চে আসেনি। তাই মামলা একদিন পিছিয়ে দিয়েছেন বিচারপতিদ্বয়। বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। আদালতের নির্দেশ মতো মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলেছিল ইডি। কিন্তু দিল্লিতে দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি হাজির হতে পারেননি। লিখিত ভাবে তা ইডিকে জানাননি অভিষেক। বিচারপতি সৌমেন সেন অভিষেকের আইনজীবীর কাছে জানাতে চান, ‘আপনার মক্কেলের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে তা তদন্তকারী সংস্থাকে জানাননি কেন? উনি যে যাবেন না সেটা আগে ইডিকে জানানো জরুরি ছিল।’জবাবে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত বলেন, ‘প্রতিবার রাজনৈতিক কর্মসূচির দিন আমার মক্কেলকে ডাকা হয়।এর আগে তিনি একাধিকবার হাজিরা দিয়েছেন। এমন কি এই মামলায় ইডি-র তদন্তকারী অফিসারকেও সরানো হয়েছে।’
এরপর বিচারপতি বুধবার শুনানির কথা বলেন। মামলার প্রতিলিপি সবপক্ষকে দিতে বলেন। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বুধবার মামলাটি শুনবেন। সেখানেই স্পষ্ট হবে বিচারপতি অমৃতা সিনহা তথা কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের যে রায় তা থাকছে নাকি খারিজ হচ্ছে। আর তার উপরই অনেকাংশে নির্ভর করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সময়ে হাজিরা দেবেন কি না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *