প্রসেনজিৎ ধর, কলকাতা :-সকাল সকাল দুর্ঘটনা মা উড়ালপুলে। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন যুবক। চিনা মাঞ্জার কারণে বাইক নিয়ে উল্টে পড়ে গিয়েছেন তিনি। অভিযোগ, উড়ালপুলের উপর দিয়ে বিছিয়ে রাখা হয়েছিল প্রাণঘাতী এই সুতো। বাইক নিয়ে এগোতে গিয়ে সেখানেই বাধা পান তিনি।ফের মা উড়ালপুলে চীনা মাঞ্জায় আহত এক বাইক চালক। গলায় ক্ষত তৈরি হয়েছে তাঁর। জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম আরিফ। তিনি পিনকিক গার্ডেনের বাসিন্দা। জানা গিয়েছে, সকালে বাইক নিয়ে মা ফ্লাইওভার ধরে ভবানীপুরের দিকে যাচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাইকের গতিবেগ স্বাভাবিক ছিল। আচমকাই ফ্লাইওভারের ওপরে গলায় টান পড়ে তাঁর। কিছু বুঝে ওঠার আগেই বাইক নিয়ে বেসামাল হয়ে পড়ে যান। তবে হেলমেট থাকায় আঘাত বিশেষ গুরুতর হয় নি বলেই পুলিশ সূত্রে খবর। আশপাশের গাড়িচালকরা দ্রুত এসে তাঁকে উদ্ধার করেন। গলায় সামান্য ক্ষত তৈরি হয়েছে তাঁর। বছর চল্লিশের ওই ব্যক্তি পরে নিজেই উঠে সেই চীনা মাঞ্জা ছিড়ে ফেলে দেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মাথায় হেলমেট থাকায় তিনি বড় বাঁচা বেঁচে গিয়েছেন। তবে তাঁর হাঁটুতে চোট লেগেছে।যুবক নিজেই বাইক নিয়ে আবার উঠে দাঁড়ান। উড়ালপুলের উপর থেকে ওই চিনা মাঞ্জার সুতো গুটিয়ে সরিয়ে দেন তিনি। তবে আঘাত গুরুতর না হলেও গোটা ঘটনায় যুবক আতঙ্কিত। তিনি জানিয়েছেন, প্রায়ই মা উড়ালপুল দিয়ে তিনি যাতায়াত করেন। সেখানে এ ভাবে চিনা মাঞ্জার সুতো বিছিয়ে থাকলে যে কোনও দিন আরও বড়সড় দুর্ঘটনার কবলে তিনি পড়তে পারেন। অন্য যাত্রীদেরও সমস্যা হতে পারে।মাঝের কয়েক দিনের ব্যবধান। আবারও মা ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আতঙ্ক ফিরেছে। এর আগেও চিনা মাঞ্জায় মা ফ্লাইওভারে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। গত জানুয়ারিতেও ঠিক একই ভাবে কাজে যাওয়ার পথে চিনা মাঞ্জায় আহত হন এক বাইক চালক। তিনিও বাইক থেকে পড়ে যান। তাঁর ডান চোখে মারাত্মক আঘাত লাগে। বছর তেইশের ওই যুবক বজবজের বাসিন্দা ছিলেন।