প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় ফের নতুন করে তলব করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । আগামী ৯ তারিখ তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। সেইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকেও তলব করল ইডি। আগামী ১১ অক্টোবর তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়েছে বলে খবর। নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরা বন্দোপাধ্যায়কে তলব করল ইডি। আগামী সপ্তাহে হাজিরার জন্য তলব করা হয়েছে রুজিরা বন্দোপাধ্যায়কে । বাবা-মায়ের পর এবার অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রীকেও তলব করল ইডি। কয়লা পাচার মামলায় এর আগে রুজিরা বন্দোপাধ্যায়কে দিল্লি ও কলকাতায় তলব করা হলেও, নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার তলব করল ইডি।
ইডি সূত্রে খবর, টাকা লেনদেনের ক্ষেত্রে হাতবদলের যে তদন্ত তারা করছেন, সেখানে রুজিরা বন্দোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কারণ এর আগে যে সমস্ত নথিপত্র তারা পেয়েছেন, বিশেষ করে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় যখন তারা তল্লাশি অভিযান চালান, তখন বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেন। পাশাপাশি, তদন্তে যে সমস্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই সূত্র ধরেই রুজিরা বন্দোপাধ্যায়কে তলব। উল্লেখ্য, অভিষেকের মা লতা বন্দোপাধ্যায় , বাবা অমিত বন্দোপাধ্যায়ের মত স্ত্রী রুজিরাও একসময় লিপস অ্যান্ড বাউন্ডসের ডাইরেকটর ছিলেন। সেইসময় ডাইরেকটর হিসেবে তাঁর কী ভূমিকা ছিল, সেই সবই খতিয়ে দেখতে চায় ইডি।এর আগে বিদেশ থেকে সোনা আনার মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন রুজিরা । প্রতিবারই তিনি হাজিরা দিয়েছেন এবং নথিপত্র তুলে দিয়েছেন তদন্তকারীদের হাতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মা-বাবাকে ৬ ও ৭ অক্টোবর তলব করা হয়েছে। আর পরের সপ্তাহে রুজিরা বন্দোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও অভিষেকের মা-বাবাকে লিপস অ্যান্ড বাউন্ডসের মামলায় জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।