পার্থ মুখার্জী, পশ্চিম মেদিনীপুর :- ভোট বাজারে প্রতিদিনই দুই দলের অশান্তিতে উত্তপ্ত হচ্ছে বাংলার পরিবেশ। কখনো গোষ্ঠীদ্বন্দ তো কখনো দুই দলের হাতাহাতি। প্রতিদিনই বাংলার বিভিন্ন প্রান্তে ঘটে চলা রাজনৈতিক সংঘর্ষে পরিস্থিতি চরমে। তারমাঝেই এবার বিজেপির ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল খোদ শাসকদলেরই বিরুদ্ধে। বিজেপির অভিযোগ গতকাল রাতে তৃণমূলের কর্মীরা তাদের দলীয় পতাকা, কর্মসূচির ব্যানার, জেলা সভাপতির হোর্ডিং সব ছিঁড়ে ফেলে দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের পিড়াকাটা এলাকায়। যদিও অভিযোগের তীর ঘেষতেই পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। কিন্তু গোটা ঘটনা নিয়েই পরিস্থিতি যাতে আর হাতের বাইরে না যায় তাই ইতিমধ্যেই সকাল হতেই এলাকা পরিদর্শনে আসে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ।