প্রসেনজিৎ ধর :- ভোট দামামা বাজতেই ক্রমেই চড়ছে অশান্তির পারদ, দফায় দফায় চলা মিটিং মিছিলের মাঝেই একাধিক জায়গায় ঘটে চলছে সংঘর্ষ। বীরভূমের সিউড়িতে আবারো তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হলেন এক তৃণমূল কর্মী। আপাতত ওই আহত তৃণমূল কর্মীকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম শেখ আকবর। প্রসঙ্গত, এই ঘটনায় অভিযোগের তীর গিয়েছে বিজেপির দিকে। তৃণমূল কর্মীদের অভিযোগ বিজেপির কর্মীরা রাতের অন্ধকারে তাঁদের দলীয় পতাকা খুলে ফেলার চেষ্টা করে। আর তখনই ওই বিজেপি কর্মীদের বাধা দেন তৃণমূল কর্মীরা। আর কাজে বাধা পেতেই ধারালো অস্ত্র, লাঠি নিয়ে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হন বিজেপি কর্মীরা। এই সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত স্থানীয় বিজেপি কর্মী বামন দাসের ছেলে রাজকুমার, ক্যান্ডি সহ আরও একজনের নাম জড়িয়েছে। তাদের বিরুদ্ধে মারধরেরও অভিযোগ রয়েছে। কিন্তু দুই দলের এই অশান্তির পুরো অভিযোগই উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের বক্তব্য এই গোটা ঘটনাটিই ঘটেছে তৃণমূলে নিজের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। যদিও দুই দলের এই অশান্তিতে পরিস্থিতি এতোটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে পুরো বিষয়টিই খতিয়ে দেখছে সিউড়ি পুলিশ।