প্রসেনজিৎ ধর, কলকাতা :- দিল্লি থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বৃহস্পতিবার রাজভবন অভিযান করা হবে দলের তরফে। কিন্তু বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গে। তৃণমূলকে উত্তর দিয়ে রাজ্যপাল জানিয়ে দিয়েছেন যে তিনি থাকছেন না। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে তৃণমূল চাইলে উত্তরবঙ্গে তাঁর সঙ্গে দেখা করতে যেতে পারে। রাজ্যপালের এমন জবাবকে ‘জমিদারি কালচার’ বলে কটাক্ষ করল তৃণমূল। রাজ্যপালের কাছে ফের সময় চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।১০০ দিনের কাজ এবং আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার প্রতিবাদে দিল্লিতে সত্যাগ্রহ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। সময় দিয়েও তাঁদের সঙ্গে দেখা করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। উলটে হেনস্তা হয়েছেন তৃণমূলের প্রতিনিধি ও ‘বঞ্চিত’রা। এরপরই কেন্দ্রের প্রতিনিধি হিসেবে রাজ্যপালের বাসভবনের সামনে লাগাতার ধরনা কর্মসূচি শুরু করছে তৃণমূল| উদ্দেশ্য, রাজ্যপালের সঙ্গে দেখা করা। বঞ্চনা নিয়ে তাঁকে পদক্ষেপ করতে আর্জি জানানো। কিন্তু রাজভবনেই নেই রাজ্যপাল । বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরের জেলায়-জেলায় ঘুরছেন সি ভি আনন্দ বোস। সেখানেই তৃণমূলের প্রতিনিধি দলকে দেখা করার প্রস্তাব দিয়েছেন।জবাবে রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজভবনে নেই রাজ্যপাল। তবে চাইলে তৃণমূলের প্রতিনিধি দল উত্তরবঙ্গের সার্কিট হাউস বা ত্রাণ শিবিরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতেই পারে। রাজভবনের তরফে এমন প্রস্তাবকে ‘জমিদারি সংস্কৃতি’ বলে তোপ দেগে ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, রাজ্যপালের ফেরার অপেক্ষা করবেন তাঁরা। একই সঙ্গে তৃণমূল ফের একটি চিঠি দিয়ে আবেদন করেছে, রাজ্যপাল কবে ফিরছেন সেটা যেন জানানো হয়। তারপর দেখা করার সময় চাওয়া হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal