দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পথে নামল বামেরা। বৃহস্পতিবার উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স ঘেরাও অভিযান সিপিএমের । দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে মিছিলে বাম কর্মী ও সমর্থকরা। রাজ্যের বিভিন্ন দুর্নীতির তদন্তে গড়িমসির অভিযোগে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক সিপিএমের। মিছিলে যোগ দিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘অপরাধী নয়, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিরোধী দলের নেতা- তাঁদেরকে ইডি-সিবিআই-দিল্লি পুলিশ ধরছে। বিজেপি সরকারের নির্দেশে। অথচ যাঁদের হাইকোর্ট বলছে, ডেটের পর ডেট দিচ্ছে, তাঁদের ধরছে না। বোঝা যাচ্ছে বিজেপির নেতাদের এবং তৃণমূলের নেতাদের বাঁচানোর চেষ্টা করছে। আর নিরপরাধ লোকেদের UAPA-তে ফাঁসাচ্ছে।’ তাঁর আরও তোপ, ‘বিজেপি অফিস যেমনটা বলছে তৃণমূল তেমনটা করেছে।’সুজন চক্রবর্তীর অভিযোগ, ‘ইডি-সিবিআই অপরাধীদের সঙ্গে রয়েছে। তাদের ধামাচাপা দিচ্ছে। সমস্ত তথ্য ইডি-সিবিআইয়ের কাছে আছে, কেন গ্রেফতার করা হচ্ছে না। যাঁরা দুর্নীতি মাথা, তাঁরা টাকা নিয়ে মাতব্বরি করে বেড়াবে, আর ইডি-সিবিআই চুপ করে থাকবে? কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও। আমরা ইডি-সিবিআইয়ের কাছে জবাব চাই। মানুষ হিসেব চায়, মানুষ জবাব চায়।’আদালতের একাধিক মন্তব্যর প্রসঙ্গ টেনেই ইডি-সিবিআইকে নিশানা করেছে সিপিএম। পাশাপাশি বামেদের অভিযোগ, তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাতের কারণেই ঢিলেমি দেওয়া হচ্ছে নিয়োগ দুর্নীতি-সহ অন্য মামলাগুলিতে। তৃণমূলের নীচুতলার নেতাদের ধরেই তদন্ত ধামাচাপা দিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা- এমনটাই অভিযোগ বামেদের।
Hindustan TV Bangla Bengali News Portal