প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধ্বস্ত সিকিমের জন্য অর্থ সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র। হড়পা বানের ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের জেলা কালিম্পং ও দার্জিলিং-এর কিছু অংশ। সিকিমের জন্য অর্থ সাহায্য ঘোষণা করা হলেও এখনও বাংলার জন্য কোন সাহায্যের কথা ঘোষণা করেনি কেন্দ্র। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জিটিএ প্রধান অনীত থাপা। মুখ্যমন্ত্রী কালিম্পং ও দার্জিলিংয়ের জন্য ২৫ কোটি সাহায্যের কথা জানিয়েছেন অনীত থাপাকে। মন্ত্রী অরূপ বিশ্বাসকে কালিম্পংয়ে পাঠিছেন তিনি।প্রবল বন্যায় ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা ভেঙে গিয়েছে। উত্তরের যেসব জলার উপর দিয়ে তিস্তা গিয়েছে সেখানেই তার তাণ্ডব স্পষ্ট। শনিবার এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্টে সিকিমবাসীদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লিখেছেন,’হড়পাবানের ঘটনার রাত থেকে, আমি আমার পুরো প্রশাসনের সাথে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছি যাতে লোকদের দুর্দশা থেকে বাঁচানো যায়। পাহাড়ে জিটিএকে ২৫ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। মন্ত্রী এবং সিনিয়র আইএএস অফিসারদের পাঠানো হয়েছে এবং দলগুলি এখনও ঘটনাস্থলে রয়েছে। আমরা সেনা কর্তৃপক্ষ এবং সিকিম সরকারকে সব ধরনের সাহায্য করেছি এবং করব। সিকিমের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।’ কেন্দ্রের বৈষম্য নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী আরও লিখেছে, ‘দার্জিলিং, কালিম্পং এবং উত্তরবঙ্গের আমাদের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি কেন্দ্রীয় বৈষম্য দেখে আমি হতবাক। সেখানেও দুর্যোগের তীব্রতা এবং মৃত্যুর সংখ্যা জেনেও কেন্দ্রের এই আচারণ। আমরা ভিক্ষুক নই এবং আমরা অবশ্যই সিকিমের পক্ষে, তবে আমরা দুর্যোগ ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সহায়তা সম্পর্কিত বিষয়ে সমতা এবং বৈষম্যহীনতা চাই।’