Breaking News

পুজোয় ঠাকুর দেখার দারুণ সুযোগ করে দিচ্ছে কলকাতা মেট্রো!সপ্তমী, অষ্টমী, নবমীতে রাত কটা পর্যন্ত চলবে মেট্রো?

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- হাতে আর মাত্র কটা দিন। তারপরেই পড়বে ঢাকে কাঠি। পঞ্চমী থেকে দশমীর জন্য কলকাতায় মেট্রো পরিষেবার নয়া সূচি সামনে এসেছে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পরিষেবায় খানিক বদল থাকছে। ভোর এবং মধ্যরাত পর্যন্ত পাওয়া যাবে পরিষেবা, জানিয়েছেন কলকাতা মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। প্রসঙ্গত, পুজো উপলক্ষে প্রতি বছরই কলকাতায় রাতভর চলে মেট্রো। এবারই সেই একই ছবি দেখতে পাওয়া যাবে।

দুর্গাপুজোর দিনগুলিতে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিখ্যাত পুজোগুলো দেখার জন্য নর্থ -সাউথ মেট্রোয় সারারাত পাওয়া যাবে পরিষেবা। যাত্রীদের সুবিধার্থে পঞ্চমী (১৯/১০/২৩) এবং ষষ্ঠী (২০/১০/২৩) কলকাতায় চলবে ২৮৮ টি মেট্রো। এরমধ্যে ১৪৪টি আপ মেট্রো। ১৪৪ টি ডাউন মেট্রো। সকাল ৬টা ৫০ মিনিটে মিলবে প্রথম মেট্রো। চলবে মধ্যরাত পর্যন্ত। একইসঙ্গে ব্যস্ত সময়ে প্রতি ৫ অথবা ৬ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

পঞ্চমী ও ষষ্ঠীর সূচি

প্রথম পরিষেবা পাওয়া যাবে

৬:৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত।

৬:৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত।

৬:৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত।

৭:০০ টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত।

রাতের শেষ পরিষেবা

রাত ১০টা ৩৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে একটি মেট্রো ছেড়ে যাবে কবি সুভাষ পর্যন্ত। অন্যদিকে ১০টা ৪০ মিনিটে একটি মেট্রো কবি সুভাষ থেকে ছেড়ে যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। পরের মেট্রো রাত ১০টা ৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত। একই সময়ে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত।

যাত্রীদের সুবিধার্থে সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩) এবং নবমী (২৩/১০/২৩) মেট্রো ২৪৮ টি পরিষেবা (১২৪ টি আপ এবং ১২৪ টি ডাউন ) দেবে।মেট্রো চলবে বেলা ১২:৫৫ থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৬ অথবা ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

সপ্তমী, অষ্টমী, নবমী

দুপুরের পরিষেবা

প্রথম পরিষেবা পাওয়া যাবে দুপুর ১২টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। দুপুর ১টা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। একই সময়ে দমদম থেকে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর, গীতাঞ্জলি থেকে দমদম, শ্যামবাজার থেকে কবি সুভাষ।

রাতের শেষ পরিষেবা

ভোর ০৩:৪৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত।

ভোর ০৩:৪৮ থেকে একটি মেট্রো কবি সুভাষ থেকে ছেড়ে আসবে দক্ষিণেশ্বর।

ভোর ০৪:০০ থেকে একটি মেট্রো দমদম থেকে ছেড়ে আসবে কবি সুভাষ।

ভোর ০৪:০০ থেকে একটি মেট্রো কবি সুভাষ থেকে ছেড়ে আসবে দমদম।

দশমীর দিন চলবে ১৩২ টি মেট্রো। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত চলবে ২৩৪ টি মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছে আগের মতো স্বাভাবিক পরিষেবা মিলবে ২৯ অক্টোবর থেকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *