দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির মাঝে ম্যালেরিয়ার আতঙ্কও দেখা দিয়েছে। সব মিলিয়ে মশাবাহিত রোগের পরিস্থিতি নিয়ে উদ্বেগে রাজ্যবাসী। প্রশাসনের তরফে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হলেও সার্বিকভাবে পরিস্থিতি ইতিবাচক হয়নি। তাই আরও কড়া অবস্থান নিল নবান্ন।নবান্ন সূত্রে খবর, আগামী মঙ্গলবার নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বয়ং ফিরহাদ হাকিম ১২৮টি পুরসভার সঙ্গে আলোচনায় বসছেন। যাবতীয় নির্দেশিকার কাজ কতটা এগোল তা নিয়ে পরদিন বুধবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ফের সব দপ্তর ও জেলা কর্তাদের সঙ্গে তার পর্যালোচনা করবেন।ডেঙ্গু নিয়ন্ত্রণ কোন পদ্ধতিতে চলবে ৩০ সেপ্টেম্বর রাজ্য প্রশাসনের তরফে গাইডলাইন প্রকাশ করে জানানো হয়েছিল। কিন্তু নগরোন্নয়ন দপ্তরের তথ্য বলছে, ৮ তারিখ পর্যন্ত সিংহভাগ পুরসভা হেল্পলাইন চালু করতে পারেনি। এইসব ঘাটতি অবিলম্বে মেরামত করতে হবে বলেই মনে করছেন নগরোন্নয়ন দপ্তরের আধিকারিকরা। তাই মঙ্গলবার ও ১১ তারিখের দু’টি বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনের শীর্ষকর্তারা।অসমর্থিত সূত্র অনুযায়ী, রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ হাজার। মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। আগেই জানা গিয়েছে, সংক্রমণ রাজ্যের বিভিন্ন জেলার ৬৮টি জায়গা থেকেই সবথেকে বেশি হচ্ছে। এইসব স্থান থেকেই ৯০ শতাংশ ডেঙ্গি রোগীদের সন্ধান মিলছে। কিছুদিন আগেই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। দাবি করা হয়েছে, রাজ্যের বিভিন্ন পুরনিগম ও পুরসভাগুলি ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলায় ব্যর্থ, পঞ্চায়েতগুলির অবস্থা আরও খারাপ।