Breaking News

অন্য ধাঁচে হতে চলেছে বিজেপির দুর্গাপুজো!এবারও পুজো হবে বিধাননগরের ‘পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র’(ইজেডসিসি)-তে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- তিনবার সরাসরি দলের ব্যানারে দুর্গাপুজো করেছেন বঙ্গ বিজেপির নেতারা। এবার তা হবে না বলেই ঠিক হয়েছিল। কিন্তু ১০ দিন আগেই ঠিক হয়েছে এবারও দুর্গাপুজো হবে। তবে তাতে দলের নাম থাকছে না। দলীয়ভাবেও হবে না। কিন্তু দলের কিছু নেতার উদ্যোগ সেখানে দেখা যাবে। এবারও দুর্গাপুজো হবে বিধাননগরের ‘পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র’তে (ইজেডসিসি)। তবে সেটা বিজেপির নামে নয়। কিন্তু দলীয় কর্মীদের আয়োজনে সেই দুর্গাপুজোর আয়োজকরা নিজেদের সংগঠনের পরিচয় দিচ্ছেন ‘ভারতীয় সংস্কৃতি মঞ্চ’ নামে।পুজোর জায়গা এক থাকলেও এ পুজো যে বিজেপির নয়, তা স্পষ্ট করেই জানিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গত ২৭ সেপ্টেম্বরে পুজোর খুঁটি পুজোয় আমন্ত্রিত থাকলেও যাননি সুকান্ত। খুবই চুপচাপ সেই পুজো হয়। সুকান্ত বলেন, ‘‘দলের পুজো নয়। তবে দলের কয়েক জন কার্যকর্তার উদ্যোগেই হচ্ছে। এর বেশি কিছু নয়।’’ তবে সেই পুজোয় তিনি যাবেন কি না তা নিয়ে এখনই কোনও মন্তব্য করেননি সুকান্ত। বলেন, ‘‘পুজোর সময় কোথায় থাকব, কী কর্মসূচি হবে, সেটা এখনও ঠিক হয়নি।’’২০২০ সালে বিজেপির দুর্গাপুজোর শুরু হয়েছিল। তখন প্রধান উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে আসা সব্যসাচী দত্ত এবং মুকুল রায়। এখন আবার তাঁরা তৃণমূলে ফিরেছেন। তৎকালীন পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কেও দেখা গিয়েছিল। তখন ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বিধানসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর বিজেপি ২০২১ সালে নামমাত্র দুর্গাপুজো সারে। এবার পঞ্চায়েত নির্বাচনে সেভাবে সাফল্য আসেনি। উল্টে জেতা আসন ধূপগুড়িও হাতছাড়া হয়েছে। তাই আর দলীয়ভাবে দুর্গাপুজো হচ্ছে না। দলের নেতাদের আয়োজনে হতে চলেছে দুর্গাপুজো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *