Breaking News

‘কাজের চাপ নিতে পারছি না’, কলকাতা পৌরনিগমের অফিসেই আত্মহত্যার চেষ্টা!পুলিশের তৎপরতায় বাঁচল প্রাণ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-মঙ্গলবারও দুপুরে কলকাতার পুরসভার অন্দরে ১০০ ডায়াল করে এক যুবক জানান, কাজের চাপ সামলাতে পারছেন না তিনি। তাই আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন। কালক্ষেপ না করে পুলিশ নিউ মার্কেট থানার সাহায্য নিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা থেকে বাঁচাল ওই যুবককে। এরপর পুরসভার অফিস থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিউ মার্কেট। সঞ্জীব সেহগাল নামে ওই ব্যক্তির বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফেরানোর চেষ্টা চলছে বলে খবর।আজ সকালে প্রথমে ১০০ ডায়ালে ফোন করেন ওই ব্যক্তি। তিনি জানান, অতিরিক্ত কাজের চাপ নিতে পারছেন না, তাই আত্মহত্যা করতে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে লালবাজার থেকে নিউমার্কেট থানায় ফোন করা হয়। পুলিশ ছুটে যায়। পৌরনিগমে ওই ব্যক্তি যখন বিভাগের ঘরে দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করছেন। তখনই পুলিশ এসে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে গলায় ফাঁস লাগাতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। ওই ব্যক্তি এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।জানা গিয়েছে, ওই ব্যক্তি পুরসভার সেন্ট্রাল রেকর্ড বিভাগের বহুদিনের কর্মী |কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেছেন, “অন্য কোনও সমস্যা থাকতে পারে, তবে কাজের সেরকম কোনও চাপ নেই, যার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে। কাজের চাপে এই ধরনের ঘটনা বলে মনে হয় না। পুলিশ তদন্ত করছে। তাতেই সত্যটা সামনে আসবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *