দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আদালতে হাজির হতে হবে নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। শুক্রবার পঞ্চায়েত ভোটে আদালত অবমাননার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, কোর্টের নির্দেশের অবমাননা করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার অবমাননার কাজ করেছেন বলেই মনে করছে আদালত। অবমাননার আইন অনুযায়ী রুল জারি করার নির্দেশ রয়েছে। রুল জারি অর্থাৎ আদালতে আসতে হবে নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে।আগামী ২৪ নভেম্বর আদালতে এসে উত্তর দিতে হবে কমিশনারকে। আদালত অবমাননা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার, এই অভিযোগে রাজীব সিনহার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই মামলার শুনানিতে শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কমিশনারের বিরুদ্ধে রুল জারির নির্দেশ দেয়। অবমাননার আইন অনুযায়ী এই রুল জারি করার নির্দেশ। রাজ্য নির্বাচন কমিশনার আদালত অবমাননার কাজ করেছেন। আগামী ২৪ নভেম্বর আদালতে গিয়ে উত্তর দিতে হবে রাজীব সিনহাকে। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে গত ডিসেম্বরে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু। শুধু তা-ই নয়, অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোর আর্জি জানান তিনি। বিভিন্ন প্রচারসভা থেকেই শুভেন্দু অভিযোগ করেছিলেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই অশান্তি ছড়াচ্ছে। এর পরেই কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেয়। সময়সীমাও বেঁধে দেয়। রাজ্য নির্বাচন কমিশন যদিও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তারা জানায়, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তা কার্যকর করা সম্ভব নয়। কারণ, ভোটে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য। এ ব্যাপারে অনুরোধ করা তাদের কাজ নয়।শুভেন্দুর অভিযোগ, সময়সীমা পেরিয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য নির্বাচন কমিশন। ফলে তারা আদালত অবমাননা করেছে। এই অভিযোগ জানিয়ে ফের তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। প্রধান বিচারপতি সেই মামলা দায়েরের অনুমতি দেন। একই সঙ্গে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কমিশন যে হাই কোর্টের নির্দেশ কার্যকর করেনি, তা সংবাদপত্র মারফত জানতে পেরেছেন তিনিও। সেই মামলাতেই এবার রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে রুল জারি করল হাইকোর্ট। আদালতে উপস্থিত হয়ে রাজ্য নির্বাচন কমিশন রাজীবকে জানাতে হবে, কেন আদালতের নির্দেশ তিনি অমান্য করেছেন?