প্রসেনজিৎ ধর, কলকাতা :-শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারীদের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। এবার তাঁকে তলব করল ইডি। তবে এই তলবের বিরোধিতায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। সোমবার বেলা ১২টা নাগাদ শুনানি হোক, ইডির আইনজীবীকে এমনই সুপারিশ করেন বিচারপতি।নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে তলব করল ইডি। আগামী সপ্তাহে সুমিত রায় নামে ওই ব্যক্তিকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। ইডির তলবকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিতবাবু।ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদে বারবার সুমিতবাবুর নাম উঠে এসেছে। সেজন্য গত কাল হাজিরা দিতে বলে সুমিতবাবুকে চিঠি পাঠানো হয়েছিল। সেই তলবের নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। গত সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তাঁর গোটা পরিবারকে তলব করে ইডি। তলব করা হয় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে। এদের মধ্যে অভিষেক আদালত থেকে রক্ষাকবচ পান। আদালত জানায় অভিষেককে শুধুমাত্র নথি জমা দিলেই চলবে। কিন্তু অভিষেকের মা ও বাবা হাজিরা দেননি। হাজিরা দেন শুধুমাত্র রুজিরাদেবী। বুধবার তাঁকে প্রায় সাড়ে ৮ ঘণ্টা জেরা করেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার সুমিতবাবুকে তলব করা হয়।
Hindustan TV Bangla Bengali News Portal