দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দ্বিতীয়ায় পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন। রাজ্যপালের সই ছাড়া অধিবেশনে বিল পেশ হল। তবে আলোচনা হয়নি এদিন। তা হবে ডিসেম্বরে। এমনই জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রাক্তন বিধায়কের মৃত্যুতে আলোচনা এদিন মুলতুবি রইল। বিশেষ অধিবেশন এত সংক্ষিপ্ত এবং বিল নিয়ে আলোচনা না হওয়ার বিরোধিতা অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বাইরে বিক্ষোভ দেখানো হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে।সোমবার বেলা ১২ টায় শুরু হয় বিধানসভার বিশেষ অধিবেশন। ১২ থেকে ১৩ মিনিট পরই সেই অধিবেশন মুলতুবি করার কথা ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রাক্তন বিধায়কের মৃত্যু হয়েছে বলেই অধিবেশন মুলতুবি করে দেওয়া হল। এদিন বিল পেশ করা হলেও, রাজ্যপালের সম্মতি না থাকায়, তা নিয়ে আলোচনা হয়নি। বিজেপির দাবি, প্রাক্তন বিধায়কের মৃত্যুর বিষয়টা অজুহাত মাত্র। আসলে রাজ্যপালের স্বাক্ষর না হওয়াতেই বিধানসভা মুলতুবি হয়ে গেল। এই অধিবেশন নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল বিজেপির। সোমবারও শুরু থেকেই বিক্ষোভ দেখান বিরোধী দলের বিধায়কেরা।সম্প্রতি বিধায়ক ও মন্ত্রীদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই ভাতা বাড়াতে গেলে সংশোধনী আইন আনা প্রয়োজন, সেই সংশোধনী আনার জন্যই সোমবার ডাকা হয়েছিল অধিবেশন। বিধায়কদের ভাতা সংক্রান্ত বিলটি এদিন পেশ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মন্ত্রীদের ভাতা সংক্রান্ত বিলটি পেশ করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় | এরপরই স্পিকার বলেন, ‘প্রাক্তন বিধায়ক মারা গিয়েছেন। তাই আলোচনা হবে না।’ এ কথা শুনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘সোজা কথা বলুন রাজ্যপাল সই করেননি।’ এরপরই বিধানসভা মুলতুবি হয়ে যায়।তবে সোমবার বিধানসভার বিশেষ অধিবেশনে বিলটি পেশ হয়। কিন্তু আলোচনা হয়নি। স্পিকার জানান, প্রাক্তন বিধায়কের মৃত্যুতে আজ বিলটি নিয়ে আলোচনা হবে না। আগামী ৪ ডিসেম্বর এই বিল নিয়ে আলোচনা হবে। তাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ”সাফ বলুন, রাজ্যপাল সই করেননি।” এরপর অধিবেশন মুলতুবি হয়ে যায়। তাতে ক্ষুব্ধ বিজেপি বিধায়করা বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখান। নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী।এ নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ”নিয়ম মেনে বিলটি পেশ হয়েছে। তবে আলোচনা হয়নি। বিলটি পেশ হয়ে রইল, পরে আলোচনা হবে। বিজেপি বিধায়করা কী বলছেন, তা নিয়ে কিছু আসে যায় না। ওঁরা এমন বিক্ষোভ দেখাচ্ছেন, আমি আগে কখনও দেখিনি।”