Breaking News

দুর্গাপুজোয় সারারাত বাস চলবে মহানগরীতে!চতুর্থী থেকে নবমীর মধ্যে দিন-রাত পরিষেবা সরকারি বাসের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সারা রাজ্যে এখন দুর্গাপুজোর আমেজে মাতোয়ারা ৮ থেকে ৮০ বছর বয়সের নাগরিকরা। এই পরিস্থিতির কথা মাথায় রেখে দুর্গাপুজোয় মাঝরাত পর্যন্ত বাস চালানোর পরিকল্পনা করেছে রাজ্য পরিবহণ দফতর। তবে এখানেই থেমে থাকছে না পরিবহণ দফতর, মহাষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত যাতে দর্শনার্থীরা শহর চষে বেড়াতে পারেন এবং প্যান্ডেল হপিং করতে পারেন তার জন্য সারারাত সরকারি বাস চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। হাওড়া এবং শিয়ালদা স্টেশন–সহ মোট ৮টি রুটে চালু করা হবে নৈশকালীন বাস পরিষেবা। শহরের বড় বড় মণ্ডপ ছুঁয়েই ঘুরবে বাস। এমনভাবেই তৈরি করা হচ্ছে বাস রুট। এসি, নন–এসি দু’রকম বাসই মিলবে সারারাত।পরিবহণ দফতর সূত্রে খবর, চতুর্থী এবং পঞ্চমীর দিন সকালেই শুরু হবে এই বাস পরিষেবা। শেষ বাস ডিপো থেকে ছাড়বে রাত ১২ টা নাগাদ। কারণ সরকারি অফিস বন্ধ থাকলেও বেসরকারি অফিস খোলা থাকবে এই দু’দিন। সুতরাং একপক্ষের ছুটি থাকলেও অপরপক্ষের ছুটি নয়। তাই সকাল থেকেই বাস চালানো হবে। দুপুরের পর সেই পরিষেবা তুঙ্গে উঠবে। আর ষষ্ঠী থেকে নবমী রাত ১০টা থেকে শুরু হবে নৈশ–বাস পরিষেবা। শহরের রাস্তায় তখন বেসরকারি বাস–মিনিবাসও চলবে বলে জানান বাসমালিকরা। তার সঙ্গে সরকারি বাসও থাকছে রাজপথে। ফলে যাতায়াতের কোনও সমস্যা থাকছে না।আবার সপ্তমী থেকে নবমী সারারাত সচল থাকবে কলকাতা মেট্রো। ভোর ৪টে পর্যন্ত মেট্রো পরিষেবা পাবে নাগরিকরা। সুতরাং এখন শুধু রাস্তায় বেরিয়ে পড়ার পালা। মেট্রো–বাস সারারাত পেলে মণ্ডপে মণ্ডপে ভিড়ও বাড়বে। যাত্রীদের কোনও সমস‌্যা হবে না। তার সঙ্গে ছোট রুটে মিলবে অটোও। বাসমালিকরা জানান, প্রত্যেক বছরই সারারাত বাস চলে। এবারও চলবে। পুলিশের পক্ষ থেকে শহরে নিরাপত্তা থেকে সহায়তা সব ব্যবস্থা রাখা হচ্ছে। চালু করা হচ্ছে হেল্পলাইন নম্বর। দুর্গাপুজো উপলক্ষে সেজে উঠেছে সরকারি বাস। তবে, ওই দিনগুলিতে শহরের গুরুত্বপূর্ণ সব রুটে বাস থাকবে। ওই সময়ে প্রতিদিন গড়ে ৪৫০টি বাস রাতে ছুটবে। গুরুত্বপূর্ণ ডিপোগুলিতে বাস মেরামতির জন্য কর্মীদের তৈরি রাখার পাশাপাশি অন্তত দু’জন করে বাসচালক এবং কন্ডাক্টর মজুত রাখা হবে। যাতে কোনও প্রয়োজনে তাঁরা বাস নিয়ে রওনা হতে পারেন।উত্তর এবং দক্ষিণ কলকাতা, ই এম বাইপাস, নিউ টাউন, বারাসত সংলগ্ন বিভিন্ন রুট ছাড়াও এসপ্লানেড থেকে ডানলপের মধ্যে বিশেষ শাটল সার্ভিস চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্য পরিবহণ নিগম। যাত্রীদের ভিড় এবং চাহিদা অনুযায়ী ওই পরিষেবা চালানো হবে। কোনও কারণে মেট্রোর পরিষেবা ব্যাহত হলে উত্তরের যাত্রীদের জন্য ওই শাটল সার্ভিস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *