Breaking News

অভিষেক-পত্নী রুজিরার মামলায় ইডিকে একগুচ্ছ নির্দেশ আদালতের!সংবাদমাধ্যমকেও কড়া নির্দেশ হাইকোর্টের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রুজিরা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও সংবাদমাধ্যমগুলিকে একগুচ্ছ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বক্তব্য, কোনও ব্যক্তিকে নিয়ে তদন্ত সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আনা যাবে না। অভিযান বা জিজ্ঞাসাবাদের সময়ে সংবাদমাধ্য়মকে নিয়ে যাওয়া যাবে না। তল্লাশি, অভিযান বা জিজ্ঞাসাবাদ সম্পর্কিত তথ্য আগাম ফাঁস করা যাবে না।সংবাদমাধ্যম ও ইডিকে একাধিক অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়েছে। মামলা সংক্রান্ত কোনও সংবাদে অভিষেক বা রুজিরার ছবি অভিযুক্ত হিসেবে ব্যবহার করা যাবে না। চার্জশিট পেশের আগে পর্যন্ত এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে বলে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে বিচারপতি ভট্টাচার্যর আরও নির্দেশ, অভিষেক বা রুজিরার বাড়িতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের সময় কোনও সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। এই সময়ে কোনও লাইভ স্ট্রিমিং করা যাবে না। অভিযানের পর সিজার লিস্ট নিয়ে সংবাদমাধ্যমে কোনও তথ্য দেওয়া যাবে না। এই সংক্রান্ত কোনও খবর প্রকাশের ক্ষেত্রে অভিযুক্ত হিসেবে অভিষেক বা রুজিরার ছবি ব্যবহার করতে পারবে না সংবাদমাধ্যম। এই মামলার পরবর্তী শুনানি আগামী জানুয়ারি মাসে।কয়লা কেলেঙ্কারি, নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যাকে তলব করেছে ইডি। পাশাপাশি ওই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। কেন্দ্রীয় এজেন্সির তদন্তের পদ্ধতি নিয়ে মামলা করেন রুজিরা বন্দোপাধ্যায় । ওই মামলায় আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চের নির্দেশ, তদন্ত চলাকালীন তদন্তকারী সংস্থা কখনওই কোনও ব্যক্তি সে অভিযুক্ত হোক বা সন্দেহভাজন হোক বা সাক্ষী হোক কারও নাম প্রকাশ্যে আনা যাবে না। তদন্ত চলাকালীন কারও সম্পর্কে কোনও তথ্য বাইরে প্রকাশ করা যাবে না। রুজিরার আইনজীবী এদিন প্রশ্ন তোলেন, সংবামাধ্যমে রুজিরা সম্পর্কে এমন সংবাদ প্রকাশ করা হচ্ছে যাতে তাঁর ও তাঁর পরিবারের সম্মানহানি হচ্ছে। কোনও বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে পর্য়ন্ত মিডিয়া ট্রায়াল চলছে। এর নিয়ন্ত্রণ দরকার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *