দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় এবার তাঁর জবানবন্দি নথিবদ্ধ করার জন্য ডাকা হল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। সূত্রের খবর, ৩১ অক্টোবর সকাল ১১টায় মহুয়া মৈত্রকে তলব করেছে লোকসভার এথিক্স কমিটি। সূত্রের দাবি, মহুয়া মৈত্রর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি ‘অত্যন্ত গুরুতর’ বলে মনে হয়েছে কমিটির সদস্যদের। তবে, প্যানেলের সদস্য বিরোধী সাংসদরা বলেছেন, সাংসদদের তাঁদের সুবিধামতো সময়ে ডাকা উচিত। বৃহস্পতিবারই (২৬ অক্টোবর), বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে, তাদের জবানবন্দি নথিবদ্ধ করার জন্য ডেকেছিল এথিক্স কমিটি। এক শিল্পপতির কাছ থেকে নগদ এবং অন্যান্য মূল্যবান উপহার গ্রহণের বিনিময়ে ওই শিল্পপতির স্বার্থে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র, এমনই অভিযোগ করেছেন নিশিকান্ত দুবে এবং জয় অনন্ত দেহদ্রাই।মহুয়ার প্রাক্তন ‘ঘনিষ্ঠ বন্ধু’ দেহাদ্রাই অভিযোগ করেন, দুবাইকেন্দ্রিক শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে অর্থ ও উপহার নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন মহুয়া। তিনি নিশানা করেন আদানি গোষ্ঠী এবং প্রধানমন্ত্রী মোদীকে। এই অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্তকে জানানোর পাশাপাশি সিবিআইকেও চিঠি দেন দেহাদ্রাই। এরপরেই নিশিকান্ত লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে মহুয়াকে সাংসদ পদ থেকে নিলম্বিত (সাসপেন্ড) করার দাবি জানান। স্পিকার এথিক্স কমিটিকে দায়িত্ব দেন।জানা গিয়েছে, এদিন দুজনকেই বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেছেন কমিটির সদস্যরা। মূল অভিযোগকারী, জয় অনন্ত দেহদ্রাইকে বিস্তারিত জেরা করা হয়। সূত্রের খবর, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে কমিটির সদস্যরা জিজ্ঞাসা করেন, মহুয়া মৈত্রর সঙ্গে তাঁর আগের বিবাদের জেরেই কি তিনি এই অভিযোগ করছেন? মহুয়া মৈত্র তাঁর বিরুদ্ধে জাল ডিগ্রির অভিযোগ আনায় কি তিনি পাল্টা এই অভিযোগ করেছেন? প্রসঙ্গত, অতীতে সংসদের মধ্যেই বিজেপি সাংসদের ডিগ্রি সংক্রান্ত তথ্য ভুল বলে অভিযোগ করেছিলেন মহুয়া মৈত্র। বেশ কয়েকবার নিশিকান্ত দুবের আসল শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ল করেছেন মহুয়া মৈত্র।
Hindustan TV Bangla Bengali News Portal