দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করল ইডি। শুক্রবার ভোর রাত ৩টে নাগাদ তাঁকে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান গোয়েন্দারা। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ২১ ঘণ্টা তল্লাশির পর তাঁকে গ্রেফতার করে ইডি। ইডি দফতরে ঢোকার আগে জ্যোতিপ্রিয় বলেন, ‘গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি’।এরপর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাঁকে। সকাল ৯ টা নাগাদ স্বাস্থ্য পরীক্ষার জন্য যখন মন্ত্রীকে বের করা হল, তখনও তাঁর মুখে একটাই কথা- ‘চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে।’ এ কথা বলতে বলতেই গাড়িতে উঠে যান বালু মল্লিক।তিনি যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গাড়িতে উঠছেন, তখন সাংবাদিকরা প্রশ্ন করতে থাকেন, কে করল ষড়যন্ত্র? সাদা গাড়ির ভিতর থেকে মন্ত্রী জোর গলায় উত্তর দিলেন, ‘ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী।’ এদিন গ্রেফতার হওয়ার পর প্রথমেই বিজেপির কথা বলেছিলেন মন্ত্রী। এবার শোনা গেল বিরোধী দলনেতার নাম।রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িসহ মোট ৮ জায়গায় তল্লাশি শুরু করেন ইডির গোয়েন্দারা। তার মধ্যে রয়েছে কলকাতার আর্মহাস্ট স্ট্রিটে তাঁর পৈত্রিক বাড়ি, তাঁর আপ্ত সহায়কের বাড়িসহ বেশ কয়েকজন ব্যবসায়ীর ঠিকানা। কিন্তু রাত যত বাড়ছিল ততই বাড়ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির সম্ভাবনা। গভীর রাতে সেখানে মোতায়েন করা হয় বাড়তি কেন্দ্রীয় বাহিনী।রেশন দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তাঁর প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ইডি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে ইডি সূত্রে খবর। রেশনের গম খোলা বাজারে বিক্রির অভিযোগ রয়েছে বাকিবুরের বিরুদ্ধে। এই দুর্নীতিতে রাজ্যের রেশন ডিলারদের একাংশও যুক্ত বলে অনুমান ইডির তদন্তকারীদের।