Breaking News

বালুর পরিবারের বিদেশ সফরের টিকিটও কাটেন বাকিবুর!ইডির দাবি মানলেন মন্ত্রী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরই চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে ইডির হাতে। জ্যোতিপ্রিয় ও তাঁর পরিবারের বিষয়ে বিস্ফোরক তথ্য ইডির হাতে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জ্যোতিপ্রিয়র পরিবারের বিদেশ সফরের টিকিট কেটেছিলেন বাকিবুর। মরিশাস, আমেরিকা ঘোরার টিকিটের খরচ বাকিবুর দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বাকিবুরের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের সময় এই সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে বলেও ইডি সূত্রে দাবি করা হচ্ছে। সূত্রের খবর, বাকিবুর ও ট্রাভেল এজেন্টের হোয়াটসঅ্যাপ চ্যাটও ইডির হাতে এসেছে।এদিন ইডি আদালতে দাবি করে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা ও বাকিবুরের স্ত্রীর একসঙ্গে মরিসাস ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা ছিল। সেই মতো টিকিটও কাটা হয়। টিকিট কাটেন বাকিবুর রহমান। সেই নথি রয়েছে ইডির হাতে। এমনকী ট্রাভেল এজেন্টের সঙ্গে বাকিবুরের হোয়াটসঅ্যাপ চ্যাটও তাদের কাছে রয়েছে বলে দাবি ইডির।পালটা জ্যোতিপ্রিয় বলেন, টিকিট কাটা হয়েছিল ঠিকই। তবে পরে তা বাতিল করে দেওয়া হয়। বিমানের টিকিট কাটা এই দেশে অপরাধ না কি?
বলে রাখি, বাকিবুরের গ্রেফতারির পর জ্যোতিপ্রিয় দাবি করেছিলেন, তাঁর সঙ্গে ওই ব্যবসায়ীর বিশেষ কোনও ঘনিষ্ঠতা নেই। অথচ শুক্রবার ইডি সূত্রে খবর, ২০১৭ সাল পর্যন্ত অন্তত ৩টি ভুয়ো সংস্থায় জ্যোতিপ্রিয় ও বাকিবুরের পরিবারের সদস্যরা যৌথভাবে বোর্ড অফ ডিরেক্টর্সে ছিলেন। এমনকী নিজের বাড়ির রাঁধুনি ও পরিচারকের নামেও কোম্পানি খুলে রেখেছিলেন জ্যোতিপ্রিয়। এই কোম্পানিগুলির মাধ্যমে ১২ কোটি কালো টাকা সাদা করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।গ্রেফতারির পর আপাতত ইডির আতসকাচের নীচে বালুর যাবতীয় সম্পত্তি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *