সৃজিতা মুখার্জি :- এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছে দিলীপ ঘোষ, কখনো বিরোধী দলকে কটাক্ষ, আবার কখনো সমসাময়িক ঘটনা প্রসঙ্গে মন্তব্য সব সময় খবরের শিরোনামে থাকেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার ভাবেন। কিন্তু আসল বাঘ কখনও নিজেকে বাঘ বলে না। এখন ওঁর অবস্থা দাঁড়িয়েছে বেড়ালের মতো। দলের কর্মী থেকে আমলা, এখন কেউই মমতার কথা শোনেন না, তাঁকে ভয় পান না।” প্রসঙ্গত, দুদিন আগেই রাজ্যের এক জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপধ্যায় জানান তিনি রয়্যাল বেঙ্গল টাইগার আর এই বক্তব্যের পরেই এদিন মমতাকে নিশানা করে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। এমনকি গতকালই খড়গপুরে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে চা-চক্রে যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “যাদের স্ট্রাইকার, ডিফেন্ডার সব আমাদের দলে এসে গেছে, তারা আবার কী খেলা দেখাবে? ওদেরকে এবার গ্যালারিতে বসাব। সাধারণ মানুষের মাঝে এসে আমাদের কেন্দ্রীয় সভাপতি থাকছেন। কথা বলছেন। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি।”