নিজস্ব সংবাদদাতা :- বিজেপির রথযাত্রায় আর কোনও বাধা রইল না | বিজেপি-র ‘পরিবর্তন যাত্রা’য় সায় দিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট তা বন্ধের আর্জি খারিজ করে দিল | আবেদনকারীর আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দল এদিন জানান, “এই মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত | এই আবেদন কখনই জনস্বার্থ মামলা হতে পারে না”| প্রসঙ্গত,বিজেপির রথযাত্রা বন্ধের আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা শাসকদলের আইনজীবী সেলের এক সদস্য দায়ের করেছিলেন | যার প্রেক্ষিতে এ দিন আদালত বলেছে, “মামলাকারী আইনজীবী নিজের রাজনৈতিক পরিচয় দেখিয়ে মামলা করেছেন | নিজেকে তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের সদস্য বলে দাবি করেছেন | এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা, এটা কখনই জনস্বার্থ মামলা হতে পারে না |” এই মামলায় একই সঙ্গে আদালত বলেন, “রাজনৈতিক বিবাদ মেটানোর জায়গা আদালত নয়| তার জন্য ব্যালট বাক্স রয়েছে | সেখানেই সমস্ত বিবাদের নিষ্পত্তি হয় |” জনস্বার্থ মামলা তখনই দায়ের হয় যখন তার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে থাকে | আবেদনকারী আইনজীবীকে এ দিন এটাই মনে করিয়ে দিয়েছেন বিচারপতি | ফলে এই মামলাকে কোনওভাবেই জনস্বার্থ মামলা হিসেবে গণ্য করা যাবে না |