প্রসেনজিৎ ধর, কলকাতা :-পুরনো মামলায় অবশেষে স্বস্তি পেলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অস্ত্র আইন ও বালি উত্তোলন সংক্রান্ত অভিযোগে মামলা হয়েছিল তাঁর বিরুদ্ধে। তখনও তৃণমূলে ছিলেন সৌমিত্র। সেই মামলায় এর আগেই আদালত নির্দেশ দিয়েছিল, নিম্ন আদালত থেকে জামিন নিতে হবে। সাংসদ জামিন না নেওয়ায় ক্রমশ সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়াান সক্রিয় হয়ে ওঠে। ফলে যে কোনও সময় তাঁকে গ্রেফতার করা হতে পারত। সে কারণেই নতুন করে আদালতের দ্বারস্থ হন সৌমিত্র। আজ, বুধবার সেই মামলায় বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন, নিম্ন আদালত থেকে জামিন পেতে পারেন সাংসদ।বাঁকুড়ার পাত্রসায়র এবং বিষ্ণুপুর থানার দুটি মামলায় আগামী ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে হাজিরা দিয়ে আগাম জামিন নিশ্চিত করার নির্দেশ বিচারপতি কৌশিক চন্দর। অবৈধ বালি উত্তোলন এবং অস্ত্র আইনে ২০১৯ সালে এই দুটি থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ২০১৯ সালেই আগাম জামিন মঞ্জুর করে আদালত। এবং এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিশ্চিত করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। ২০১৯ সালেই আগাম জামিন মঞ্জুর করে আদালত। এবং এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিশ্চিত করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। তবে সে সময় সাংসদ সেটি করেননি। তাই সম্প্রতি ফের তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর পর ফের হাই কোর্টে যান বিজেপি সাংসদ। আবারও ‘স্বস্তি’ পেলেন তিনি। আগামী ১৫ দিনের মধ্যে নিম্ন আদালত থেকে আগাম জামিন নিতে হবে সাংসদকে।