দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দ্বিতীয়ার দিন বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছিলেন স্পিকার বিমান বন্দোপাধ্যায় । এবার পুজো শেষ হওয়ার পর ফের অধিবেশন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। সূত্রের খবর কালীপুজোর আগে দু’দিনের বিশেষ অধিবেশন বসতে পারে বিধানসভায়। ৭ ও ৮ নভেম্বর-এই দুটি দিন প্রাথমিকভাবে ধার্য করা হয়েছে বলে সূত্রের খবর।এই বিশেষ অধিবেশনে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। এক, মন্ত্রী-বিধায়কদের বেতন সংক্রান্ত বিল আর দ্বিতীয়টি হল জিএসটি সংক্রান্ত বিল। এই দুটি বিল নিয়ে হতে পারে আলোচনা। এর আগে রাজ্যপাল অনুমোদন না দেওয়ায় পুজোর আগে বিশেষ অধিবেশনে বেতন বিল পেশ হলেও আলোচনা করা যায়নি। ফলে সবাই উপস্থিত হওয়ার পরও কয়েক ঘণ্টার মধ্যেই অধিবেশন মুলতুবি করে দিতে হয়। এবার তাই বেতন বিল গুরুত্ব পাবে অধিবেশনে।সোমবার থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকারের সব দফতর। তার পর থেকেই বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকার তোড়জোড় শুরু হয়েছে। তবে এই বিলগুলি নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী অংশ নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে বিজেপির পরিষদীয় দল এই আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ লিপিবদ্ধ করাতে অধিবেশনে অংশ নেবেন বলে জানা গিয়েছে। রাজ্য সরকার চাইছে বিধানসভায় বিলটি পাশ করিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়িত করতে।ওই অধিবেশনের দ্বিতীয় দিনে বিধানসভাতেই বসতে পারে মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ সদ্য গ্রেফতার হয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রী। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে ইডি হেফাজতে। এই আবহে নতুন দায়িত্ব বন্টন নিয়ে আলোচনা হবে কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Hindustan TV Bangla Bengali News Portal