দেবরীনা মণ্ডল সাহা :- বৃহস্পতিবার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হওয়ার কথা ছিল আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। তবে এদিন সকালেই বিবৃতি জারি করে কেজরি জানিয়ে দিলেন, তিনি হাজিরা দিতে যাচ্ছেন না। বৃহস্পতিবার ইডির দফতরে সকাল থেকেই কঠোর নিরাপত্তা চোখে পড়ছিল। কিন্তু কেজরি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আজ কোনওভাবেই হাজিরা দিতে যাবেন না। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ এনে তিনি বলেছেন, “এই মুহূর্তে চারটি রাজ্যে নির্বাচনী প্রচার চলছে। তাই আমি ইডি দফতরে হাজিরা দিতে যেতে অক্ষম।”অনেকেই মনে করেছিলেন আজ হয়তো তিনি হাজিরা দিতে পারেন। কিন্তু সেই সব জল্পনাকে ভুল প্রমাণ করে শেষমেষ তিনি ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন না বলেই জানা গিয়েছে। তার বদলে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে মধ্যপ্রদেশের সিঙ্গরৌলিতে একটি রোড শোয় অংশ নেবেন বলে খবর। গতকালই কেজরিওয়ালের গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আম আদমি পার্টির তরফে। এই কারণেই অনেকের ধারণা হয়েছিল হাজিরা এড়াবেন না আপ প্রধান। কিন্তু আজ সকালেই ইডির উদ্দেশ্যে একটি চিঠি দেন তিনি। সেই চিঠিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সমনকে একহাত নেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইডিকে অবিলম্বে এই সমন প্রত্যাহার করতে বলেন তিনি। এছাড়াও এই তলবকে বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন। এছাড়াও আজ সকাল থেকেই দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয়তা দেখা গিয়েছে। আম আদমি পার্টির নেতা তথা দিল্লি সরকারে ক্যাবিনেট মন্ত্রী রাজ কুমার আনন্দের বাড়িতে ইডি হানা দিয়েছে বলে খবর। এছাড়াও এই মামলায় দিল্লির ৯টি জায়গায় ইডি তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। কাস্টমস দুর্নীতি ও তার সঙ্গে জড়িত হাওলা সংক্রান্ত মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে। আবগারি দুর্নীতি মামলা ছাড়াও তাই আরও অনেক মামলায় আম আদমি পার্টির সমস্যা বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Hindustan TV Bangla Bengali News Portal