Breaking News

পেঁয়াজের দাম শুনেই চোখে জল মধ্যবিত্তের,উৎসবের মরশুমে পেঁয়াজের দাম ছুঁল ৩ গুণ! দাম,কবে কমবে?জানাল টাস্ক ফোর্স

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পেঁয়াজের দামে একে নাভিশ্বাস ওঠার অবস্থা সাধারণ মধ্যবিত্তের। বাঙালির রান্নাঘর পেঁয়াজ ছাড়া কার্যত অচল। তবে হাত দিলেই লাগছে ছ্যাঁকা। বাজারে দর করলে কেউ বলছে ৭০ টাকা কেজি, কেউ বলছে ৮০ টাকা। আবার কোনও কোনও বাজারে ১০০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে পেঁয়াজ। এত দাম হলে সাধারণের পক্ষে কেনা প্রায় অসম্ভব হয়ে যাবে। তাই এবার কড়া নজরদারি শুরু করল রাজ্যের টাস্ক ফোর্স। বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে শহরের একাধিক বাজারে হানা দেয় টাস্ক ফোর্স। এত বেশি দামে যাতে পেঁয়াজ বিক্রি না করা হয়, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।দমদম থেকে শুরু করে নাগেরবাজার, বাগুইআটি সহ একাধিক বাজার ঘুরে দেখে টাস্ক ফোর্স। জানা যায়, বাংলায় পেঁয়াজ উৎপন্ন হয় না। মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ আমদানি করা হয়। কিন্তু নাসিকে ব্যবসায়ীরা ধর্মঘট করায় সঙ্কট তৈরি হয়েছে। টাস্ক ফোর্সের অভিযোগ, কো অপারেটিভ-এর মাধ্যমে কৃষকদের কাছ থেকে কেন্দ্রীয় সরকার পেঁয়াজ কিনে নিয়েছে। সেই পেঁয়াজ দিল্লির পাইকারি বাজারে ৩০ টাকা দরে বিক্রি করলেও পশ্চিমবঙ্গে ৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নজরদারি চলছে।বিষয়টি রাজ্যের মুখ্যসচিব ও সরকারের অন্যান্য আধিকারিকদের জানানো হবে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ কোলে। তিনি চান কেন্দ্রের সঙ্গে কথা বলুক রাজ্য সরকার। শহরের পাশাপাশি জেলাগুলিতেও নজরদারি চলবে বলে জানিয়ছেন তিনি। টাস্কফোর্সের আশা, আগামি ১০-১৫ দিনের মধ্যেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চলে আসবে।ক্রমাগত পেঁয়াজের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ নিয়ে পেঁয়াজ ব্যবসায়ী বলেন, পেঁয়াজ ভিন রাজ্য থেকে আসে। সেই কারণে আমাদের কিছুই করার নেই, তবে দাম বেড়ে যাচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *