দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। প্রয়াত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়।তাঁর বয়স হয়েছিল ৮৭। কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটে শেষ বিদায় জানানো হল তাঁকে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তিনি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাঁকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কথা বলেন, হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে। ঘটনাচক্রে মঙ্গলবারই আমেরিকা থেকে বাড়িতে ফিরছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে কলকাতায় পা রেখে সোজা হাসপাতালে চলে যান।মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্রী ছিলেন নির্মলা বন্দ্যোপাধ্যায়, ওঁর সঙ্গে আমার অনেক সুখস্মৃতি আছে’, তিনি আর লিখেছেন, মমতা লেখেন, “নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায় কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে আমি শোকস্তব্ধ। গতকাল তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশাল সায়েন্সেসের প্রাক্তন অর্থনীতির অধ্যাপক ছিলেন। তৎকালীন প্রেসিডেন্সি কলেজের অর্থনীতিবিদ দীপক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। আমি তাঁর সুপরিচিত ছিলাম। আমাদের অনেক স্মৃতি রয়েছে। তাঁর মৃত্যু বিরাট ক্ষতি। আমি সমবেদনা জানাই অভিজিৎ, অনিরুদ্ধ-সহ তাঁর পরিবারের সকল সদস্যদের।”মহারাষ্ট্রের জন্মগ্রহণ করেন নির্মলা, তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশুনো করেছেন এবং কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সে অধ্যাপক হিসেবে কাজ করেছেন।