দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বালিগঞ্জ স্টেশনে সকাল সকাল ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। ব্যস্ত সময়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল। জানা গিয়েছে, সকালে বজবজ লাইনে প্রায় আধঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। সকাল ৮টা ৫০ থেকে সাড়ে ৯টা পর্যন্ত দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেলকর্মীদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তার জোড়া দেওয়া হয়। ফের চালু হয় ট্রেন পরিষেবা।জানা গিয়েছে, শনিবার সকালে বালিগঞ্জ স্টেশনে যে লাইন দিয়ে মালগাড়ি যাতায়াত করে, সেই লাইনেরই ওভারহেডের তার ছিঁড়ে যায়। আর সেই তারই ঠিক করতে গিয়ে বাকি লাইনগুলোরও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে সমস্ত ট্রেন দাঁড়িয়ে পড়ে। সকাল ৮.৫০ মিনিট নাগাদ বজবজ, সোনারপুর, ক্যানিং-সহ শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।ওডারহেডের তার মেরামত করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রেলকর্মীরা। তার জন্য আধ ঘণ্টারও বেশি সময় লেগে যায়। রেলের তরফে জানা গিয়েছে, সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ আবারও ট্রেন চলাচল শুরু হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তা পুরোপুরি স্বাভাবিক হয়নি। অর্থাৎ লোকাল ট্রেনগুলি নির্ধারিত সময়ের চেয়ে দেরি করে চলছে। আর তাতেই ক্ষুব্ধ যাত্রীরা। মাসের প্রথম শনিবার সাতসকালে কাজে বেরিয়ে এমন পরিস্থিতির শিকার হওয়ায় মেজাজ হারান যাত্রীরা | বালিগঞ্জ স্টেশনে ট্রেন থেকে নেমে দীর্ঘক্ষণ বিক্ষোভও দেখাতে থাকেন অনেকে।
Hindustan TV Bangla Bengali News Portal