Breaking News

বিচারপতির গাড়িতে ধাক্কা মারল নওশাদের স্করপিও!বিধায়কের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ

প্রসেনজিৎ ধর :- রেজিস্টারের গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ির চালকের বিরুদ্ধে। প্রতিবাদ করাতে কোর্টের রেজিস্টারের চালককে ‘চড়’ মারার অভিযোগ উঠেছে। শোনা যাচ্ছে, ঘটনা নিয়ে গড়ফা থানায় নওসাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছেন ওই রেজিস্টার। যদিও নওশাদ জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও নোটিস তাঁর কাছে এসে পৌঁছয়নি।এবার কলকাতা হাইকোর্টের বিচারপতির গাড়িতে সজোরে ধাক্কা মারল বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি। এই ধাক্কা লাগতেই প্রতিবাদ জানান বিচারপতির গাড়ির চালক। তখন তাঁকে সপাটে ‘চড়’ মারেন বিধায়কের গাড়ির চালক বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল কালিকাপুর এলাকায়। বিধায়ক নওশাদ সিদ্দিকী–সহ তিনজনের বিরুদ্ধে গড়ফা থানায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। এই ঘটনায় অস্বস্তিতে পড়েন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের বিধায়কের চালকের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে।জানা গিয়েছে, মঙ্গলবার জয়নগর থেকে রাতে গাড়ি নিয়ে ফিরছিলেন নওশাদ। তখনই এই ঘটনা ঘটে কালিকাপুর এলাকায়। ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকি সহ মোট তিনজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছেন রেজিস্টার।রেজিস্টার তাঁর অভিযোগে জানিয়েছেন, বাইপাসের কালিকাপুরের রাস্তায় বিধায়কের স্করপিও তাঁর গাড়িতে ধাক্কা মারে। সেই সময় গাড়ি থামিয়ে দেন রেজিস্টারের চালক। নওশাদের গাড়ির চালকও গাড়ি থামিয়ে রাস্তায় নামেন। দুজনের মধ্যে বচসা শুরু হয়। তখনই রেজিস্টারের চালককে চড় মারেন নওসাদের চালক। বিষয়টি নিয়ে বিধায়ক নওসাদ সিদ্দিকি জানিয়েছেন, ”বিশ্ববাংলা সরণী পার করার সময় ওই গাড়িটি আমার গাড়িকে ডান দিক থেকে পাশ কাটানোর চেষ্টা করছিল। একাধিকবার ওই গাড়িটি আমাদের গাড়িকে চেপে দেওয়ার চেষ্টা করে। তাতেই সমস্যা তৈরি হয়। সেই সময় ওই গাড়ির চালক নেমে আমার গাড়ির চালকের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। সে বারে বারে জানায়, ওটা কলকাতা হাইকোর্টের জজের গাড়ি। থানায় মামলা হয়েছে শুনেছি। কিন্তু আমার কাছে এখনও কোনও নোটিস আসেনি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *