দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সূত্র মারফত জানা গেছে তার মুখ থেকেই উঠে এসেছে বড়ভাই এর নাম। কে এই ‘বড়ভাই’ তার খোঁজখবর করছে পুলিশ। এই বড়ভাই-ই শাহরুল সেখ নামে ধৃত ওই যুবককে জয়নগরে ডেকে পাঠিয়েছিল। তদন্তে নেমে সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবার এ নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।ভোট পরবর্তী বাংলায় হিংসা নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন রাজ্যপাল। এনমনকি রাজভবনে কন্ট্রোল রুমও খুলেছিলেন। বুধবার রাজ্যপাল জয়নগরে তৃণমূল নেতার মৃত্যু নিয়েও সরব হন। সি ভি আনন্দ বোস বলেন, আইন আইনের পথে চলবে। রাজভবন তার কর্তব্য পালন করবে। হিংসার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। শুধু আইনি ব্যবস্থাই নয়, সামাজিক পদক্ষেপও নিতে হবে। হিংসা বন্ধে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।উল্লেখ্য, জয়নগরের তৃণমূল নেতা খুনের পর পাশের গ্রামের বিরোধী ভোটারদের বাড়িতে হামলা হয়েছে। মারধর করা হয়েছে বহু মানুষকে, বাচ্চাকে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। হামলার ভয়ে অনেকেই এখন ঘরছাড়া।তারা কখনও থানায় কখনও সিপিএমের পার্টি অফিসে রয়েছেন। এনিয়ে রাজ্যপাল বলেন, ঘর পুড়িয়ে দেওয়া, লুঠ করা এসব হিংসলার অংশ। এক্ষেত্রেও কড়া পদক্ষেপ করতে হবে। আইন ও প্রশাসন ঘরছাড়াদের বিষযটি দেখবে।