প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন ব্রিগেডে। আসবেন আগামী ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তীর দিনে। শুক্রবার সেই নিশ্চয়তা মিলেছে। তবে তার আগেই আগামী ২৯ নভেম্বর কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, শুক্রবার দিল্লিতে শাহের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আগামী ২৯ নভেম্বর বিজেপির সভায় অমিত শাহ আসছেন বলে খবর। সেটার সবুজ সংকেতও পেয়েছে বঙ্গ–বিজেপি। আসলে বাংলার বকেয়া আদায়ে তৃণমূল কংগ্রেস যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তাতে বেশ চাপে পড়েছে বিজেপি। নয়াদিল্লি থেকে শুরু করে রাজভবন গরিব মানুষের দাবিতে তোলপাড় করে তুলেছিল তৃণমূল কংগ্রেস। গ্রামের মানুষ তা প্রত্যক্ষ করেছেন। সুতরাং গ্রামবাংলায় বিজেপির ভোটব্যাঙ্কে যে ধস নামবে তা বুঝতে পেরেছেন গেরুয়া শিবিরের নেতারা। সেটারই ড্যামেজ কন্ট্রোল করতে অমিত শাহকে নিয়ে এসে নতুন ব্যাখ্যা তুলে ধরা হবে।এই খবর পেয়ে বিজেপিকে কটাক্ষ করতে অবশ্য ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, ‘একুশ সালের নির্বাচনের আগে মোদী–শাহ অনেকবার যাতায়াত করেছেন। রকবাজদের মতো আচরণ করেছিলেন প্রধানমন্ত্রী। ওঁদের আর এসে লাভ নেই। বাংলার প্রতি বৈষম্য প্রকট হবে আরও।’ ২৯ নভেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চাইছে বিজেপি। ২০১৪ সালের নভেম্বর মাসে এখানেই সভা করেছিল রাজ্য বিজেপি। তখনও অমিত শাহ উপস্থিত ছিলেন। বিজেপির এই সভার অনুমতি এখনও পুলিশের কাছ থেকে মেলেনি। আর অনুমতি না পেলে কলকাতা হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি নেতৃত্ব।
Hindustan TV Bangla Bengali News Portal