দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আগামী মঙ্গল ও বুধবার রাজ্যে আয়োজিত হতে চলেছে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দু’দিন ব্যাপী এই সম্মেলনে উপস্থিত থাকবেন দেশের প্রথম সারির একাধিক শিল্পপতি। রিল্যায়ন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ অম্বানি আসছেন এই সম্মেলনে, এমনটাই রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতর সূত্রে খবর।মুকেশ অম্বানী ছাড়াও এই সম্মেলনে উপস্থিত থাকবেন হীরানন্দানি গ্রুপের কর্ণধার নিরঞ্জন হীরানান্দানী, আইটিসি গ্রুপের কর্ণধার সঞ্জীব পুরী, আরপি গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, চ্যাটার্জী গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চ্যাটার্জী, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, জেএসডব্লিউ গ্রুপের সজ্জন জিন্দাল প্রমুখ।উল্লেখ্য, এঁদের অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন এবং দুবাই সফরে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হবে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে। সম্মেলনের অতিথিদের গঙ্গাবিহার, আলিপুর জেল মিউজ়িয়াম ঘুরিয়ে দেখানোর বন্দোবস্তও করছে রাজ্য সরকার।তবে কৌতূহল সবচেয়ে বেশি যে দু’জনকে নিয়ে, তাঁরা হলেন মুকেশ অম্বানী এবং নিরঞ্জন হীরানন্দানি। আগামী লোকসভা ভোটের অব্যবহিত আগে মমতার আহূত বাণিজ্য সম্মেলনে অম্বানী গোষ্ঠীর কর্ণধার মুকেশের উপস্থিতিকে অনেকেই রাজনৈতিক দিক দিয়েও ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন। তৃণমূলের এক হিতৈষীর কথায়, ‘‘বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুকেশের উপস্থিতি বাণিজ্যিক দিক থেকে তো বটেই, রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ।’’