প্রসেনজিৎ ধর, কলকাতা :-খাবার আনতে গিয়ে বোমা ফেটে জখম ৩ শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার হাউসনগরে। বোমাকে বল ভেবে খেলতে গিয়েই ঘটে বিস্ফোরণ। আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইসিডিএস কেন্দ্রের বাইরেই পড়াশোনা শুরু হওয়ার আগে খেলাধুলো করছিল কচিকাচার দল। তখনও শিক্ষক শিক্ষিকা এসে পৌঁছননি। আচমকাই বিকট শব্দ। কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা আর মিড ডে মিলের রান্না যাঁরা করেন, তাঁরা ছুটে আসেন। দেখেন রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তিনটে শিশু। বুঝতে অসুবিধা হয় না তাঁদের। ততক্ষণে তাঁদেরই চিৎকারে ছুটে আসেন গ্রামবাসীরা। রক্তাক্ত অবস্থায় তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফের বোমায় আক্রান্ত শৈশব। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে খেলার সময়ে বল ভেবে বোমা হাতে তুলে নিয়েছিল এক খুদে। তাতেই বিস্ফোরণ। অভিঘাতে কিছুটা দূরে ছিটকে পড়ে। পাশেই ছিল আরও দু’জন। তারাও মারাত্মক আহত হয়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারক্কার ইমামনগর পঞ্চায়েত এলাকায়। আহতরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, এক শিশুর আঘাত গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফরাক্কা থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে নির্দিষ্ট সময়ের একটু আগেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে পৌঁছে গিয়েছিল বেশ কয়েকটি শিশু। একটি সুতোলির গোলা পড়ে থাকতে দেখেছিল। আপাত নিরীহ মন তাকে বল ভেবে নেয়। বল ভেবে হাতে তুলতেই বিকট শব্দে ফেটে বোমাটি। কিছু বুঝে ওঠার আগেই ছিটকে পড়ে তিন শিশু। তিন শিশুরই শরীরের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে। যে শিশুটি হাতে বোমাটি তুলে নিয়েছিল, তার মারাত্মক ক্ষত তৈরি হয়েছে। শিক্ষক শিক্ষিকারা সেসময়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে পৌঁছননি। তার আগে মিড ডে মিল রান্না করার কয়েকজন রাঁধুনি জোগাড় শুরু করেছিলেন। তাঁরাই বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে যান। গ্রামবাসীদের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।