দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- একেবারে চেনা ছক। প্রথম হেফাজতে। তারপর জেলে। আর তারপরই সোজা এসএসকেএমে। আর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিকের রাস্তাটাও মিলে গেল সেই এসএসকেএমেই।সূত্রের খবর, এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের পাঁচ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এদিকে সূত্রের খবর, ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে তিনি কার্ডিওলজি বিভাগে ভর্তি হলেও হার্টের চিকিৎসকের তত্ত্বাবধানে ভর্তি হননি। তিনি নিউরোলজি মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে ভর্তি হয়েছেন। সব থেকে বড় কথা তাঁর চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। কিন্তু সেখানে কোনও কার্ডিওলজিস্ট আপাতত নেই বলে খবর। আচমকাই অসুস্থ হয়ে জেল থেকে হাসপাতালে ভর্তি হন জ্যোতিপ্রিয়। এমার্জেন্সিতে প্রায় আড়াই ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। সূত্রের খবর, সেই সময় একে একে বিভিন্ন বিভাগের চিকিৎসক তাঁকে দেখে যান। কিন্তু হৃদযন্ত্রে প্রাথমিকভাবে কোনও সমস্যা পাওয়া যায়নি বলে খবর। কিন্তু তারপরেও কেন কার্ডিও বিভাগে? সূত্রের খবর অন্য কোথাও নাকি বেড মেলেনি।জানা যাচ্ছে, এমার্জেন্সিতে আড়াই ঘণ্টা যখন পর্যবেক্ষণে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর একাধিক পরীক্ষা করানো হয়। কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের ডাক পড়ে। তাঁরা বলেন, বুকে জ্যোতিপ্রিয় মল্লিকের সেরকম কোনও সমস্যা নেই। এরপর ডাক পড়ে নিউরোলজি বিভাগের চিকিৎসকদের। কারণ তার আগে বালু একবার বলেছিলেন, তাঁর বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ছে। তাঁরা পরীক্ষা করেন। এরপর ঠিক হয় নিউরোলজি মেডিসিনের চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি হবেন তিনি। কিন্তু কার্ডিওলজি ব্লকের পাঁচ নম্বর কেবিনে ভর্তি হন জ্যোতিপ্রিয়। হাসপাতালের বক্তব্য, আর কোথাও বেড ছিল না। কার্ডিওলজি বিভাগেই বেড ফাঁকা ছিল।